Advertisment

'উত্তরপ্রদেশে মেয়েরা সন্ধে ৭টার পর বেরতে ভয় পায়', বিস্ফোরক প্রিয়াঙ্কা

যোগী-রাজ প্রশংসার পরই মন্তব্যের উলাটপুরাণ! এ কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Priyanka Chopra, Priyanka Chopra in UP, Women empowerment, প্রিয়াঙ্কা চোপড়া, উত্তরপ্রদেশ, নারীসুরক্ষা, যোগীরাজ্য, যোগী আদিত্যনাথ, Bengali news today, Indian Express entertainment news

উত্তরপ্রদেশের নারীসুরক্ষা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

দিন কয়েক আগেই উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বইয়ের ইতি-উতি ঘুরে ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হিসেবে ছুটেছিলেন উত্তরপ্রদেশে। শুধু তাই নয়, নারীসুরক্ষার জন্য যোগীরাজ্যের প্রশংসাও শোনা যায় প্রিয়াঙ্কার মুখে। তবে এবার দেশি গার্লেক মুখে শোনা গেল অন্য কথা। বললেন, 'উত্তরপ্রদেশে মেয়েরা সন্ধে ৭টার পর বেরতে ভয় পায়..'।

Advertisment

উত্তরপ্রদেশের বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই তাঁকে দেখা গেল রাজ্যের নারীসুরক্ষা নিয়ে মহিলা পুলিশদের সঙ্গে কথা বলতে। প্রিয়াঙ্কার মন্তব্য, "আপনি আমাকে একটা কথা বলুন, মানে উত্তরপ্রদেশের মতো একটা রাজ্যে, যেখানে আমিও লখনউতে বড় হয়েছি, মেয়েদের সবসময়ে সন্ধে ৭টার পর একটা ভয় কাজ করত।"

সেই ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়াকে ওমেন পাওয়ার লাইনের সুবিধে নিয়েও কথা বলতে শোনা গেল। উত্তরপ্রদেশের কোনও মহিলা বিপদে পড়লেই নির্দিষ্ট হেল্পলাইনে ফোন করে সাহায্য চাইতে পারেন। সেই কথা উল্লেখ করেই প্রিয়াঙ্কা বলেন, মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা সবথেকে আগে দরকার। রোজ দেশের কোণা কোণা থেকে নারী নির্যাতন, লাঞ্ছনার কথা শোনা যাচ্ছে। এখনও অনেক কাজ বাকি, যেগুলো করতে হবে। এবং খুব প্রাথমিক স্তর থেকেই শুরু করা প্রয়োজন।

প্রসঙ্গত, মঙ্গলবার লখনউতে আয়োজিত ইউনিসেফ-এর এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শৈশবে তাঁর অনেকটা সময় কেটেছে এই শহরেই। তাই স্মৃতির শহর লখনউতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জোনাস-ঘরণি।

<আরও পড়ুন: প্রভাত রায়ের জন্য বিনা পয়সায় গান গেয়েছিলেন খোদ লতা মঙ্গেশকর>

ইউনিসেফ-এর ওই অনুষ্ঠানের পর বেশ কয়েকটা অঙ্গনওয়াড়িতেও যান প্রিয়াঙ্কা। সেখানে বাচ্চাদের সঙ্গে সময় কাটান। গল্প করেন। এরপরই যোগীরাজ্যের প্রশংসা করে দেশি গার্ল বললেন, "বিগত ২ দিনের উত্তরপ্রদেশ সফরে বড় পরিবর্তন লক্ষ করেছি। এই পরিবর্তনটাই দরকার ছিল এখানে। উত্তরপ্রদেশের স্কুলগুলিতে মেয়ে পড়ুয়াদের সংখ্যা বেড়েছে। শিশুসুরক্ষা ও তাদের পুষ্টির দিকে বিশেষ নজর দিয়েছে সরকার।" তবে এবার উত্তরপ্রদেশের নারীসুরক্ষা আরও ভাল করার জন্য মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া।

Women Empowerment priyanka chopra bollywood uttar pradesh Entertainment News
Advertisment