Priyanka Chopra: মা প্রিয়াঙ্কাকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই? মেয়ের কান্ড দেখে নিকের বক্তব্য ঠিক কী? 

Priyanka Chopra Daughter: প্রিয়াঙ্কা চোপড়া মেয়েকে অনেকদিন লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। শুধু তাই নয়, তাঁকে নিয়ে ভারতেও এসে গিয়েছেন তিনি। রামমন্দির দর্শন করেছেন। যত মেয়ে বড় হচ্ছে, তাঁকে নিজের মত করে রাখছেন প্রিয়াঙ্কা

Priyanka Chopra Daughter: প্রিয়াঙ্কা চোপড়া মেয়েকে অনেকদিন লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। শুধু তাই নয়, তাঁকে নিয়ে ভারতেও এসে গিয়েছেন তিনি। রামমন্দির দর্শন করেছেন। যত মেয়ে বড় হচ্ছে, তাঁকে নিজের মত করে রাখছেন প্রিয়াঙ্কা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
priyanka chopra, maltie marie, priyanka chopra news

priyanka chopra-maltie marie: মেয়েকে নিয়ে কী বললেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা চোপড়া নিজের অভিনয়ের পাশাপাশি সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী মেয়েকে নিয়েও বেশ ছবি আপলোড করেন। আর আজও তিনি তাই করলেন। 

Advertisment

প্রিয়াঙ্কা চোপড়া মেয়েকে অনেকদিন লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। শুধু তাই নয়, তাঁকে নিয়ে ভারতেও এসে গিয়েছেন তিনি। রামমন্দির দর্শন করেছেন। যত মেয়ে বড় হচ্ছে, তাঁকে নিজের মত করে রাখছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী আজ মেয়েকে কোলে বসিয়ে একটি ছবি আপলোড করলেন। 

আর তাতে দেখার বিষয় এটাই যে মায়ের সঙ্গে পোশাক ম্যাচ করে পড়েছে সে। স্টাইল আলাদা হলেও মায়ের পোশাকের সঙ্গে মিল আছে কাপড়ের। আর মেয়েকে কোলে বসিয়েই, প্রিয়াঙ্কার হাসি ধরছে না। সেই ছবি পোস্ট করেই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন - আমার মেয়ে..., নিক তোমায় খুব মিস করছি। কিন্তু মেয়ের প্রিয়াঙ্কার দিকে হুঁশ নেই। বরং সে নিজের খেয়ালে সামনে তাকিয়ে থাকতে ব্যস্ত। 

Advertisment

আর এদিকে মেয়ের কান্ড কীর্তি দেখে হয়রান, বাবা নিক জোনাস। তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ন দুই মানুষকে দেখে নিক বললেন, আমার গোটা পৃথিবী এই ছবিতে। এছাড়াও প্রিয়াঙ্কার শুভাকাঙ্খীরা মা মেয়ের এই ভালবাসা দেখে আল্লাদে আটখানা। 

উল্লেখ্য, প্রিয়াঙ্কা এখন ব্যস্ত হেড অব স্টেটস এর শুটিংয়ে। এছাড়াও নতুন আরও অনেক কাজ করতে দেখা যাবে তাঁকে। কানাঘুষো খবর অভিনেত্রী নাকি জি লে জারা ছবির শুটিং শুরু করবেন। 

bollywood priyanka chopra Entertainment News