Advertisment

Priyanka Chopra: 'আমি পোশাক ঠিক রাখার চেষ্টা করছিলাম...', মেয়েকে কোলে নিয়েই চেনা জায়গায় বরকে চুমু প্রিয়াঙ্কার

Priyanka Chopra tells a story: লন্ডনের এই ডোমেই প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড খেতাব যেতেন। আর আজ বরের অনুষ্ঠানে গিয়ে সেইদিনের স্মৃতি হাতড়ে বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
priyanka chopra

Priyanka chopra: গল্প বললেন প্রিয়াঙ্কা...

প্রিয়াঙ্কা চোপড়া আবার প্রমাণ করলেন যে পৃথিবীর পাশাপাশি মানুষের জীবনটাও গোল। কারণ, সেই জায়গায় ফিরে গেলেন যেখানে ২৪ বছর আগে তাঁর স্বপ্ন শুরু হয়েছিল। তবে, সঙ্গে যে মানুষগুলো রয়েছেন, তাঁরা আগেরবার সঙ্গে ছিলেন না।

Advertisment

লন্ডনের এরিনা ২। যেখানে বিখ্যাত সব অনুষ্ঠান হয়। প্রিয়াঙ্কা ২৪ বছর আগে এই অনুষ্ঠানেই জিতেছিলেন মিস ওয়ার্ল্ড খেতাব। তখন তাঁর স্বামী নিক জোনাসের বয়স হাতে গুণে ৭/৮। প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড জিতে ভারতের নাম উজ্জ্বল করেন। তাঁর পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করেন। কিন্তু আজ যখন সেই জায়গায় ফিরলেন, তাঁর কারণ ছিল একদম ভিন্ন। প্রিয়াঙ্কা মেয়ে এবং নিককে সঙ্গে নিয়ে গেলেন।

নিক এবং তাঁর ভাইয়ের অনুষ্ঠানের কারণে লন্ডনে গিয়েছিলেন তাঁরা। সেখানে গিয়েই একটি গল্প শোনালেন দেশী গার্ল। অভিনেত্রী বলছেন, "সোমবারের রাতগুলো এত ভাল একদম হয় না। একটা গল্প শোনাই আজ। ২৪ বছর আগে এই এরিনাতে আমি মিস ওয়ার্ল্ড হিসেবে পরিচিতি পাই। এটাকে তখন মিলেনিয়াম ডোম বলা হত। আমার মনে আছে, তখন আমার ১৮ বছর বয়স। উত্তেজিত, আগ্রহী, ভীষণ নার্ভাস এবং প্রতিযোগী মনোভাবের আমি কত কী যে করছিলাম।"

এখানেই শেষ না। মেয়েকে কোলে নিয়ে, বরকে চুমুও খেলেন প্রিয়াঙ্কা। আর সেই ছবি বেশ আলোচনায়। কারণ, মেয়ে বাবা মায়ের মিষ্টি রোম্যান্স দেখে চোখ ঢেকেছে। আর প্রিয়াঙ্কা তাঁর গল্প বলতে লাগলেন। তাঁর কথায়...

 "৩০ নভেম্বর সালটা ২০০০,  একটি স্মৃতি যা আমি কখনই ভুলব না তা হ'ল একটি চমত্কার হেমন্ত ত্রিবেদী পোশাকের সাথে পেন্সিল হিলের ভারসাম্য বজায় রাখার অনুভূতি। ঐ পোশাকটা পুরো সন্ধ্যায় গা থেকে খুলে পড়ে যাচ্ছিল কারণ আমার শরীরের টেপটি থাকছিল না। কারণ আমি ঘামছিলাম। তাই আপনি যদি ছবিগুলো গুগল করেন, দেখবেন, আমি হাতজোড় করে রয়েছে। অনেকেই ভাববেন, আমি জেতার পর মনে হয় আমি কৃতজ্ঞতায় নমস্কার করছি কিন্তু আমি আসলে আমার পোশাক ঠিক রাখার মরিয়া চেষ্টা করছিলাম। স্পষ্টতই আমি বেঁচে গেছি এবং শেষ পর্যন্ত সব ঠিকঠাক ছিল।"

অভিনেত্রী পরিবারের সঙ্গে অনুষ্ঠানে যে বেশ আনন্দ করেছেন একথা সাফ বোঝা যাচ্ছে। তাঁর পাশাপাশি, মেয়ে মালতি সেও স্টেজে ঘুরে বেড়ানোর পাশাপাশি, নানা কান্ডকীর্তি ঘটিয়েছে। অভিনেত্রীর সেসব ছবি আলোচনায় রয়েছে।

 

bollywood priyanka chopra bollywood actress Nick-Priyanka Bollywood Couple
Advertisment