/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/pri.jpg)
priyanka chopra injury: প্রিয়াঙ্কার চেহারায় উদ্বিগ্ন ভক্তরা...
Priyanka Chopra Injury: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কি আঘাত পেয়েছেন? সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে মুখে ক্ষত চিহ্ন, এবং রক্তের দাগ স্পষ্ট। কী হয়েছে অভিনেত্রীর?
বর্তমানে আমেরিকায় নয়, অভিনেত্রী শুটিং করছেন ফ্রান্সে।হেডস অফ স্টেট সিরিজের শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। সেই সিরিজের একশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আঘাত পেলেন দেশী গার্ল। মুখে ক্ষত বিক্ষত দাগ। রক্ত ঝরছে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই সব তথ্য।
এই সিরিজে তাঁকে বেশ মাত্রায় মারপিট এবং লাফ ঝাঁপ করতে দেখা যাচ্ছে। ফলেই, বডি ডাবলের ব্যবহার না করেই অভিনেত্রী নিজেই সেসব করছেন। ফলেই চোট পেয়েছেন তিনি। অভিনেত্রী মুখে ক্ষত বিক্ষত দাগ নিয়েই লিখলেন...
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/pc.jpg)
না জানি, এত বছরে কতবার আহত হওয়ার ছবি পোস্ট করেছি। শুটিং করতে গিয়ে, আঘাত লাগা নেহাতই সাধারণ ঘটনা। যদিও তাঁর চোট গুরুতর নয়। কিন্তু ভক্তরা বেশ উদ্বিগ্ন। এদিকে, ফ্রান্সে গিয়ে মেয়ের সঙ্গেও সময় উপভোগ করছেন প্রিয়াঙ্কা। তাঁকেও সময় দিচ্ছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতে এসেছিলেন তিনি। বোন মান্নারার জন্মদিনে উপস্থিত ছিলেন। হোলি পার্টি দিয়েছিলেন নিক এবং তিনি। তাঁর আগেই অবশ্য নতুন কাজের ঘোষণা করেছিলেন।