Advertisment

Priyanka Chopra: রাত তিনটে বাজতেই দোলাচলে, ঘুম উড়েছে চিন্তিত প্রিয়াঙ্কার!

ভাইরাল তাঁর দ্যা ব্লাফের অ্যাকশন দৃশ্যের রক্তাক্ত চেহারা প্রকাশ্যে। সেই নিয়েই অভিনেত্রী নানা কথা বলেছিলেন। আর এবার তাঁর অবচেতন মনে ঠিক কী ঘটে সেটাই জানালেন সকলের সামনে। প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় যে এসব পোস্ট করবেন যেন ভাবাই যায় না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pryanka chopra, pryanka chopra news, pryanka chopra bollywood, pryanka chopra updates, pryanka chopra facebook, pryanka chopra social media, priyanka chopra

priyanka chopra- কী হল প্রিয়াঙ্কার?

রাত বিরেতে এসব কী ভাবনা চিন্তা আসছে প্রিয়াঙ্কার মাথায়? আঘাত পেয়ে কী পাগল হয়ে গেলেন তিনি? নাকি আর পাঁচজন এর মত তিনিও এহেন আচরণ করতে শুরু করলেন।

Advertisment

কিছুদিন ধরেই তিনি শিরোনামে। ভাইরাল তাঁর দ্যা ব্লাফের অ্যাকশন দৃশ্যের রক্তাক্ত চেহারা প্রকাশ্যে। সেই নিয়েই অভিনেত্রী নানা কথা বলেছিলেন। আর এবার তাঁর অবচেতন মনে ঠিক কী ঘটে সেটাই জানালেন সকলের সামনে। প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় যে এসব পোস্ট করবেন যেন ভাবাই যায় না।

একসময় অভিনেত্রী বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষের একটু নিজস্বতা দেখানো উচিত। বেশিরভাগই ফেক। কিন্তু এবার প্রিয়াঙ্কা যেন বিশ্বসুন্দরীর পালক দূরে সরিয়ে রেখেই নিজের মনের কথা জানালেন। তিনি একটি ভিডিও শেয়ার করলেন যাতে লেখা, রাত হলেই কী ইচ্ছে হয় তাঁর? অভিনেত্রী যেই ভিডিও শেয়ার করলেন, তাতে লেখা...

publive-image

রাত তিনটে বাজলেই তাঁর ঘুম পেলেও মাথায় ঘোরে শুধুই নাচ আর গান। উদ্ভ্রান্তের মত কতগুলি মেয়েকে নাচতে দেখা গেল। আর ভিডিওর সঙ্গেই নিজের মিল পেয়েছেন তিনি। এই ভিডিও শেয়ার করেই হাসলেন তিনি। বললেন, এটা একদম সত্যি! আরেকটি ভিডিওতে তিনি পরবর্তী প্রজেক্টের কথা শেয়ার করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি কাজ শেষ করেছেন তিনি। মেয়ের সঙ্গে আবারও সময় কাটাচ্ছেন। জানা যাচ্ছে, বলিউডের ছবি থেকে সরে যাচ্ছেন তিনি। জি লে যারা ছবিতে তাঁকে আর দেখা যাবে না।

bollywood priyanka chopra Entertainment News
Advertisment