Advertisment

সন্তান আসতেই গোপাল-টেডি বিয়ারে সেজেছে প্রিয়াঙ্কার ঘর, ছবি দেখালেন অভিনেত্রী

মা হওয়ার সঙ্গেই পেশাদার জীবনে সমান চমকপ্রদ প্রিয়াঙ্কা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

প্রিয়াঙ্কা চোপড়া

মা হলে কত কিছুই না বদলায়! জামা কাপড়ের র‍্যাক থেকে ব্যাবহারের জিনিস, তখন সবেতেই নতুন মাতৃত্বের এক আশ্চর্যরকম গন্ধ থাকে। প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra ) ব্যাতিক্রম নন একেবারেই। সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন, আপাতত তাঁকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন, তবে জীবনের এই নতুন পর্যায় যে পুরোদমে উপভোগ করছেন সেটি না বললেই নয়। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মেয়ের পছন্দের সব সফট টয়েসের ছবি, ক্যাপশনে ফটো ডাম্প।

Advertisment

প্রিয়াঙ্কা তাঁর পছন্দের বেশ কয়েকটি ছবি নিয়েই বানিয়েছেন এই সিরিজ। তাতে নিজের ছবির সঙ্গে সঙ্গে রয়েছে পার্টনার নিক থেকে ক্যাভিয়ার ফ্রায়েস! সিরিজে বাদ পরেনি তাঁর সর্বক্ষণের সঙ্গীরা, জিনো এবং ডায়না তাঁর দুই সন্তানও একাধারে জায়গা করে নিয়েছেন। এবং সব শেষে বেশ কয়েকটি সফট টয় সঙ্গেই গোপালের একটি ছোট্ট মূর্তি, সবথেকে নজর কেড়েছে এই দুটিই! প্রিয়াঙ্কার গোছানো সংসার দেখে আপ্লুত অনুরাগীরা… ফ্যানেদের কেউ বললেন, 'সবথেকে সুন্দরী মা'। আবার কারওর বক্তব্য, 'কি গোছানো সবকিছু, অনেকগুলো টেডি এবং হরে কৃষ্ণ'। কেউ বললেন, 'আপনি সত্যি অনুপ্রেরণা'! তবে বেশিরভাগই তাঁর ছোট্ট মিষ্টি কন্যাকে দেখবার অপেক্ষায়…

২০২১ থেকেই ফ্যামেলি এগোবেন এমনই কিছু ভাবছিলেন তাঁরা। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, এখনই সঠিক সময়। সবকিছু প্ল্যান করে হয়না। অনেকেই নিজেদের আর্জি মনের বাসনা ভগবানকে জানান, তিনিও এতসব শুনে হাসতে থাকেন। প্রসঙ্গত, সারগেসির মাধ্যমে কন্যা সন্তানকে পেয়েছেন তাঁরা, আপাতত কিছু নিজস্ব সময় চেয়ে নিয়েছেন। ব্যাক্তিগত জীবনের সঙ্গেই পেশাদার জীবনেও এক্কেবারে তৎপর তিনি…ঝুলিতে অ্যামাজন প্রাইমের 'সিতাডেল' থেকে বলিউডের 'জি লে যারা', এখন বেজায় ব্যাস্ত প্রিয়াঙ্কা।

priyanka chopra motherhood
Advertisment