/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/sonali-priyanka-rishi-759.jpg)
ঋষি কাপুরের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সোনালি বেন্দ্রে
নিউ ইয়র্কে ঋষি কাপুরের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সোনালি বেন্দ্রে। ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর সোশাল মিডিয়ায় শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সোনালি বেন্দ্রের ছবি। নিউ ইয়র্কে ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে গিয়েছেন এই দুই অভিনেত্রী। সঙ্গে সোনালির স্বামী গোল্ডি বহেল ও ননদ সৃষ্টি বহেল।
ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন সোনালি, তবু হাসতে ভোলেননি তিনি। সমস্ত বাধা জয় করে চলেছেন অনায়াসে। এদিন ঋষি কাপুরের সঙ্গে দেখা করার পর যান অনুপম খেরের সঙ্গে আড্ডা দিতে।
“The elegance under pressure is the result of fearlessness.” It was so wonderful & refreshing to have dinner with the most beautiful, inspirational & courageous @iamsonalibendre along with the compassionate @GOLDIEBEHL & ever smiling Rupa. #DeliciousFood#RichConversations#NYCpic.twitter.com/9Wv8sfuHAx
— Anupam Kher (@AnupamPKher) October 9, 2018
সোনালির সঙ্গে ডিনারের ছবি টুইট করে অভিনেতা স্যালুট জানালেন কাল হো না হো অভিনেত্রীর জীবনশক্তিকে।
এদিকে অনুপম খেরের সঙ্গে ঋষি কাপুরের ভিডিও ভাইরাল সোশালে। ঋষি কাপুর নিজে টুইট করে লেখেন, 'খের-ফ্রি'। ম্যানহাটানের রাস্তায় খোশমেজাজ ছিলেন এই দুই অভিনেতা।
নিউ ইয়র্কে ঋষি কাপুর রয়েছেন শারীরিক চেকআপের জন্য। আর বেশ কিছুদিন আগে সোনালি বেন্দ্রের ক্যানসার ধরা পড়ে। তখন থেকে নিউ ইয়র্কে চিকিৎসা চলছে তাঁর। প্রিয়াঙ্কা চোপড়া তো সংসারই পেতে ফেলেছেন ওদেশে। সব মিলিয়ে যেন ছোটখাট বলিউড গেট টুগেদার। প্রিয়াঙ্কার সঙ্গে ছবিও তুলেছেন ঋষি কাপুর। নীতু সিংয়ের সোশাল পোস্ট থেকেই জানা গিয়েছে এই খবর।
Read the full story in English, Priyanka Chopra and Sonali Bendre visit Rishi Kapoor in New York