Advertisment
Presenting Partner
Desktop GIF

ইউক্রেনের পরিস্থিতি ভয়ঙ্কর! 'নিরীহদের সাহায্য করুন', বিশ্বের কাছে কাতর আর্তি প্রিয়াঙ্কার

সাহায্য চেয়ে কী বললেন প্রিয়াঙ্কা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

প্রিয়াঙ্কা চোপড়া

রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ( Russia-Ukraine conflict ) নিয়ে আন্তর্জাতিক স্তরে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয় কারওর অজানা নয়। যুদ্ধ পরিস্থিতি আশঙ্কা করেই ভারতীয় নাগরিকদের সরিয়ে আনা হয়েছিল দেশের মাটিতে। তবে এখনও সেখানে আটকে আছেন পড়ুয়াদের অধিকাংশ , আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। সাধারণ মানুষ থেকে দেশীয় এবং বৈদেশিক রাজনীতিবিদ থেকে সকলেই রুশ যুদ্ধনীতির বিরুদ্ধে সরব হয়েছেন, এরই মাঝে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra)। 

Advertisment

একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, সেখানকার ভয়াবহ পরিস্থিতি নিয়ে রীতিমতো আশঙ্কা গ্রাস করেছে তাকে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে সেখানকার বাসিন্দারা শুধু বেঁচে থাকার স্বার্থে সাবওয়ে স্টেশনগুলোকে বাঙ্কার হিসেবে ব্যবহার করছেন। প্রিয়াঙ্কা ইউনিসেফের এক সদস্য হিসেবেই সাহায্য প্রার্থনা করে লিখলেন, ওখানে পরিস্থিতি খুব খারাপ, ভয়ঙ্কর। নিরীহ মানুষ তাদের এবং কাছের মানুষের জীবন হাতে নিয়েই বসবাস করছেন। ভবিষ্যতের অনিশ্চয়তার মধ্যেই নিজেদেরকে রেখে দিয়েছেন। আধুনিক বিশ্বে এটি কীভাবে বিপর্যয়মুলক ঘোরতর সমস্যায় বাড়তে পারে সেটি বোঝা দায়। তবে এটি এমন একটি মুহূর্ত যেটি পরবর্তীতে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে। 

এখানেই শেষ নয়! সকলের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়ানোর আর্জিও জানালেন তিনি। বললেন, যুদ্ধক্ষেত্রে যারা বাস করছেন তারা সাধারণ এবং নিরীহ মানুষ - আমার আপনার মতই। সঙ্গেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জুড়েছেন একটি লিংক, যার মাধ্যমে সেই দেশের মানুষদের সাহায্য করা যাবে। 

শুধু প্রিয়াঙ্কাই নন!! অভিনেতা সোনু সুদ এবং তিলোত্তমা শোম আর্জি জানিয়েছিলেন ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে, আওয়াজ তুলেছিলেন ইউক্রেনের বাসিন্দাদের জীবনের স্বার্থে। সোনুর বক্তব্য, ওই দেশে কম করে ১৮,০০০ ভারতীয় আছেন। পরিবার এবং পড়ুয়ারা আটকে রয়েছেন সেখানে। সরকার তো সাহায্য করছেই, তবে ভারতীয় দূতাবাসের কাছে অনুরোধ, বিকল্প ব্যবস্থা আপনারাও নিন।

priyanka chopra Russia-Ukraine Conflict
Advertisment