Sayanta Modak - Priyanka: একজন মানুষ, কী করে এতবার ভুল করেন, সেই একই ধরনের ভুল, যেন ভেবেই পাচ্ছেন না তিনি। কিছুদিন আগেই শুভ্রজিতের সঙ্গে আশীর্বাদ হয়ে গিয়েছে তাঁর। আর আজ, তিনি সায়ন্তকে নিয়ে মুখ খুলেছেন।
Priyanka Accused Sayanta Modak: সায়ন্ত মোদক অসুস্থ? নাহলে তিনটে মানুষের সঙ্গে একই ভুল হয়? নিশ্চই না! আর এবার দেবচন্দ্রিমার সঙ্গে সঙ্গে সেই ইউটিউবারকে নিয়ে মুখ খুলেছেন তাঁর আরেক প্রাক্তন প্রিয়াঙ্কা মিত্র। প্রিয়াঙ্কার সঙ্গেও একসময়ের সম্পর্ক ছিল তাঁর। এবার তিনিও সুযোগ বুঝেই সব সত্যি সামনে আনলেন।
Advertisment
একজন মানুষ, কী করে এতবার ভুল করেন, সেই একই ধরনের ভুল, যেন ভেবেই পাচ্ছেন না তিনি। কিছুদিন আগেই শুভ্রজিতের সঙ্গে আশীর্বাদ হয়ে গিয়েছে তাঁর। আর আজ, তিনি সায়ন্তকে নিয়ে মুখ খুলেছেন। অসুস্থ প্রেম বলেই বিষয়টাকে উল্লেখ করেছেন তিনি। কিরণের সঙ্গে নিজেকে মেলাতে পেরেছেন তিনি। বললেন, "দেবচন্দ্রিমার যেমন মনে হয়েছে এই মেয়েটা আমি, আমারও তেমন কিরণকে দেখে মনে হয়েছে এটা আমি।" প্রিয়াঙ্কা তাহলে এতদিন কেন কিছু বলেননি? কেন চেপে ছিলেন সব বিষয়টা। সায়ন্তর কথা বলতে গিয়েই তিনি জানান, কিছু মানুষ স্বভাবে করে, কিছু মানুষ অভাবে করে, আর এই লোকটা দুটোর জন্যই করে।
অভিনেত্রী বললেন, "আমি কোনোদিন মুখ খুলিনি এই নিয়ে। কারণ, আমি জানতাম, ওপরে যে বসে আছে না, সে যেদিন চাবকাতে শুরু করবে, সত্যিটা সত্যিই! আজ বা কাল সেটা বেরবেই। তাঁর এক একটা ঘা যখন পিটবে, তখন কুল পাবেন না। ধর্মের কল বাতাসে নড়ে। কত খারাপ করবে? কয়টা মেয়েকে কাঁদাবে? কিসের টাকা পয়সা? তোমার ফেমের জন্য মেয়েরা মেশে তোমার সঙ্গে? আছে সেইসব? তোমার জন্য মেয়েরা জনপ্রিয়তা পায়? দেখেছ কোনোদিন নিজেকে? পাগল নাকি? আমি কখনোই বলি নি। তুই যদি জানিস আমি সত্যি প্রমাণ দি, তাহলে তুই শেষ। এখনো নিজেকে ডিফেন্ড করছে। হাসি পায়।" অভিনেত্রী দোষ দিলেন তাঁর পরিবারকেও।
কে কার সঙ্গে, কার জন্য প্রতারণা করেছে, সেই নিয়েও বলছেন তিনি। অভিনেত্রী বলছেন, "ইচ্ছে হল সম্পর্ক রাখব, নয়তো চিনব না। পাশ দিয়ে চলে যাবে, তাও চিনবে না। আমি এখনও বলছি না কিছু। একটা প্রমাণ দেখাই নি। লোকের নেগেটিভিটি নিয়ে গিয়েছি। আমি বলেছিলাম না, অসুস্থ প্রেম - একটা অসভ্য, অভদ্র ছেলে। ওর মাথার ঠিক নেই। এক নম্বরের অসুস্থ ও। কিন্তু মানতে চায় না। সাইকো কিলার ও। আর তার বন্ধু বান্ধব?" তাঁর এই বন্ধুদের নিয়ে মুখ খুলেছেন দেবচন্দ্রিমা নিজেও। সেখানে বসেই মেয়েদের নিয়ে আলোচনা চলে। প্রিয়াঙ্কা জানান, এই বন্ধু বান্ধবগুলো সাংঘাতিক। এদের নিয়ে কথা বলতে গেলেও গায়ে লাগবে। আবার যে একজনকে বলি দেবে, আরেকটা মেয়েকে যে ঘাটাবে, সেটা তো সবাই জানে। অন্য একটা সম্পর্কে যাওয়ার আগে কি ক্লোজার দিয়েছিলিস? একটা মেয়ে কাদছিল, আর তুই মটন খাচ্ছিলিস। হেসে হেসে বলছিলিস, বন্ধুরা বেবি সিটিং করুক ওকে।"
Advertisment
সায়ন্তর ওপর রেগে আগুন প্রিয়াঙ্কা। চাপা রাগ থেকেই তিনি বলেন, "একের পর একটা মেয়ের ক্ষতি করে যাচ্ছে। মেয়েদের নিয়ে কী বলিস তুই আমি জানি না? স্ল্যাং ইউজ করিস যেভাবে। তোর প্রাক্তনদের নিয়ে কী বলিস, আমি জানি। এত সুন্দর তুই ব্রেন ওয়াশ করিস।" তাঁর আশেপাশে তিনি এও জানান, নিজের দোষ ঢাকতে গিয়ে সবসময় সে অন্য মেয়েদের নামে দোষ দেয়।" নিজের চারপাশে নেগেটিভিটি রাখতে চান না তিনি। অভিনেত্রী আরও বললেন...
"ও কাউকে ভাল থাকতে দেখতে পারে না। ওর সঙ্গে সম্পর্ক না থাকলে, সে যদি ভাল থাকে, তাহলেই ওর জ্বলে। আর ও উঠেপড়ে লেগে যায় তাঁর সর্বনাশ করতে।" সঙ্গে তিনি এও জানান, ৩১ তারিখ যদি শুভ্রজিৎ না থাকলে সায়ন্তর জীবনে গন্ডগোল হয়ে যেত। অভিনেত্রী, নিজের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন। কিন্তু, তিনি সাফ জানান যে একেবারেই যে বিষয়টা তিনি মানতে পারেন না, সেটা হল তাঁর বন্ধু বান্ধবের বাজে কথা। তাঁদের জন্যই একসময় বহু মানুষকে ভুল ভাবতেন তিনি। সোজা বললেন... "এখন তো শুধু ভগবানের মার পড়েছে। এরপর পাবলিক আর মেয়েরা, একসঙ্গে! কুল কিনারা পাবি না।"