Advertisment
Presenting Partner
Desktop GIF

Tollywood: 'জওয়ান' খ্যাত অভিনেতা প্রথমবার বাংলা সিনেমায়! সঙ্গ দিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার....

Bengali Cinema: প্রিয়াঙ্কা যা করতে চলেছেন, স্বপ্নেও ভাবেননি টলিপাড়ার অন্য নায়িকারা!

author-image
Anurupa Chakraborty
New Update
priyanka sarkar, jawan, bollywood

tollywood cinema- টলিপাড়ায় শুরু হচ্ছে নতুন কার্যক্রম...

সিনেমা জগতে আসতে চলেছে এক অন্যরকম ঝড়। এই প্রথম কোনও মারাঠি নায়ক কাজ করছেন বাংলা ছবিতে। মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার। তাঁকে যে রূপে দেখা যাবে, কল্পনা করাও সম্ভব না। এই প্রথম বাংলা ছবিতে হতে চলেছে নতুন কিছু।

Advertisment

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শুরু করে দিয়েছেন ট্রেনিং। ছবির নাম, 'ভামিনী'। ছবিতে রয়েছেন শাহরুখের জওয়ান খ্যাত এক অভিনেতা। যাকে সেই ছবিতে পর্দায় দেখে লোকে ছিঃ ছিঃ করেছিল। এবার তাঁকে দেখেই বাহ বাহ করার পালা। জওয়ানের সেই দৃশ্য, লোন পরিশোধ না করাতে এক চাষীকে অপমান করেন সেই ব্যাংক কর্মচারী। সেই উমাকান্ত পাটিল রয়েছেন এই ছবিতে।

কেমন হতে চলেছে ছবির গল্প?

সিনেমার প্রধান চরিত্র সুহিতা একটি কলেজের অধ্যাপিকা। তাঁর বাড়িতে আশ্রিতা তিনজন মেয়ে। তারা গরীমা নাচের দল চালায়। সেই দলের আড়ালে থেকেই তারা চেষ্টা করে সমাজের সমস্ত খারাপ কাজকে শেষ করতে। লড়াই চালাতে চালাতে একটা সময় তারা জানতে পারে, এক ক্লিনিকাল ট্রায়ালের পরেই অনেক বাচ্চা এবং মহিলা মারা যেতে থাকে। সুহিতা এবং তার দল এর বিরুদ্ধে লড়াই শুরু করে। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে দুই বন্ধু, কমল এবং স্পেশ্যাল অফিসার ইন্দ্র।

ছবিতে মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার। তিনি এখন থেকেই গরিমা নাচ শেখা শুরু করে দিয়েছেন। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন আরেক অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। বেশ সুন্দর হতে চলেছে ছবির দৃশ্যপট। নজরে আসার মত রয়েছে বেশ কিছু বিষয়। যেমন?

আজ পর্যন্ত কোনও নায়িকা এভাবে গরিমা নাচ করেনি। তাই, এহেন চরিত্র প্রথম হতে চলেছে। কানাঘুষো খবর, প্রথম কোনও বাংলা ছবি মারাঠিতে ডাবিং করা হবে। এছাড়াও, প্রিয়াঙ্কা এবং তথাগত জুটি এই প্রথম। ফলে, নতুন এবং ভিন্ন কিছু আশা করাই যায়।

priyanka sarkar bollywood Entertainment News jawan
Advertisment