/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/priyanka.jpg)
Priyanka-Rahul: কী এমন হয়েছিল সেদিন? ছবি-ইনস্টা
Rahul-Priyanka: রাহুলের সঙ্গে শুটিং করছে মেয়ে। শুনেই সেদিন প্রিয়াঙ্কা সরকারের বাবা যা প্রতিক্রিয়া দিয়েছিলেন তাতে বেশ অবাক হতে হয়। ঋতাভরী ( Ritabhari Chakraborty ) তো বলেই বসলেন, তোমার বাবা তো পুরো মহব্বতের অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan )।
একসঙ্গে একই ছবি দিয়ে দুজনের বড়পর্দায় অভিষেক। চিরদিনই তুমি যে আমার - রাহুল প্রিয়াঙ্কার ( Priyanka Sarkar ) এই ছবি মাইলস্টোন সৃষ্টি করেছিল। আর এই ছবি থেকেই তাদের মধ্যে প্রেম। তারপর, সেই জল গড়ায় বিয়ে এবং বিচ্ছেদ। শেষে আবারও কিছু মাস আগে তারা এক হয়েছেন। কিন্তু, একটা সময় প্রিয়াঙ্কার বাবা যে কতটা রেগে গিয়েছিলেন সেকথা অনেকের অজানা।
অভিনেত্রী, একবার এক সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন সেসব কথা। তিনি বলেন, যবে বাবা সম্পর্কের কথা জেনেছিলেন সেদিন থেকে আমায় যে কত কথা শুনতে হয়েছিল। আমায় তো বকেছিলেন, আবার রাহুলকে ( Rahul Banerjee ) ডেকে খারাপ কথা বলেছিলেন। এটা আমার খুব খারাপ লেগেছিল। যাই, হোক তারপর বাবা বলেন যে কাজ ছেড়ে দিতে হবে। এবার মন দিয়ে পড়াশোনা করো। আর আমি সেটা চাইনি। এতদিন কাজ করেছি। বিষয়টার সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম।
আরও পড়ুন - Richa Chadha-Ali Fazal: ‘হার্টবিট-টা শুনতে পাচ্ছি…’, ‘হীরামান্ডি’ রিলিজের আগেই সুখবর দিলেন রিচা ..
তারপর? অভিনেত্রীর জীবনের সঙ্গে জড়িয়ে আছে তাঁর অভিনীত ছবির গল্পও। তিনি বললেন, "বাবা বকা দেওয়ার পরেও আমি একদিন শুটিংয়ে গিয়েছি। সেখানে রাহুল ছিল। এটা বাবা জানতে পেরে তো প্রচণ্ড রাগ করেছিল। ফোনে যে বকা আসতে শুরু করেছিল। আমি জানতাম, যে কিছু একটা ঘটতে পারে। তো, বাড়ি ফেরার সময় রাহুলকে বললাম, আমি না বাড়ি যাব না। ও সম্মতি দিয়ে বলল, যে যেতে হবে না। তারপর একবছর আমি বাড়ির বাইরে ছিলাম। কিন্তু, একটা কথা, বাবা মা কিন্তু সেসময় চাইলে অনেককিছুই করতে পারতেন। সেটা তারা করেননি। আজ, মনে হয় তারা আমার ভাল চাইতেন সবসময়।"
এরপরই, হাসির রোল ওঠে। এবং অভিনেত্রী ঋতাভরী বলে ওঠেন, যে তোমার বাবা তো মহব্বতের অমিতাভ বচ্চন। অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে ফের এক হয়েছেন তারা। ছেলে সহজে মুখের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত। রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই ব্যস্ত নিজের নিজের কাজে।