টলিউডের Sci-Fi ছবিতে প্রিয়াঙ্কা সরকার, স্ক্রিন শেয়ার করবেন সৌরভ শুক্লার সঙ্গে

রহস্য-রোমাঞ্চের ছোঁয়াও রয়েছে গল্পে।

রহস্য-রোমাঞ্চের ছোঁয়াও রয়েছে গল্পে।

author-image
IE Bangla Web Desk
New Update
Priyanka Sarkar, Soham Majumdar, Saurabh Shukla, Bidita Bag, Tollywood

Sci-Fi থ্রিলারে প্রিয়াঙ্কা সরকার

সাই-ফাই কিংবা কল্পভিত্তিক সিনেমার সংখ্যা বাংলা সিনেজগতে হাতে গোনা। সেই তালিকাতেই এবার নয়া সংযোজন 'চং-চং' (Chong Chong)। পরিচালকের আসনে রাহুল মুখোপাধ্যায়। যিনি কিনা দেব-রুক্মিণীকে নিয়ে 'কিশমিশ' উপহার দিতে চলেছেন সিনেদর্শকদের। তাঁর ফ্রেমেই এবার সায়েন্স ফিকশন থ্রিলার ছবিতে ধরা দেবেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। যে ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করবেন সৌরভ শুক্লা (Saurabh Shukla)।

Advertisment

সায়েন্স ফিকশনের সঙ্গে ডার্ক স্যাটায়ারের মেলবন্ধন। বাংলা ভাষায় সম্ভবত এমন ছবি আগে হয়নি। তাছাড়া, টাইম ট্রাভেলও ছবির এক গুরুত্বপূর্ণ বিষয়। নব্বইয়ের দশকের শেষ থেকে ২০২১ সাল অবধি সময়কালের মধ্যেই চিত্রনাট্য সাজানো হয়েছে। অতীত ঘটা কাজ নিয়ে অনেকেরই অনেকসময় আফশোস থাকে, যদি সেই সময়কালে গিয়ে নিজের কৃত কর্ম পরিবর্তন করা যেত! কিন্তু তা সম্ভব হলে কি আদতেও সেটা সঠিক সিদ্ধান্ত-ই হত? এরকম একটা ভাবনা থেকেই 'চং-চং'-এর গল্প লিখেছেন রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee)। রহস্য-রোমাঞ্চের ছোঁয়াও রয়েছে গল্পে।

publive-image

সিনেমায় প্রিয়াঙ্কা সরকার ছাড়াও অভিনয় করবেন সৌরভ শুক্লা, সোহম মজুমদার (Soham Majumdar), অনুরাধা মুখোপাধ্যায়, বিদিতা বাগ (Bidita Bag) ও কিঞ্জল নন্দ। সৌরভ শুক্লার চরিত্রেই রয়েছে ট্যুইস্ট। ভিন্ন স্বাদের চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে বেজায় উচ্ছ্বসিত প্রিয়াঙ্কাও। 'চং-চং'-এর জন্য সঙ্গীতের দায়িত্ব বর্তেছে 'তালপাতার সেপাই'-এর ওপর।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood priyanka sarkar Bidita Bag Saurabh Shukla Anuradha Mukherjee Soham Majumdar