Advertisment
Presenting Partner
Desktop GIF

'ফেলুদা' কার? আলিপুর কোর্টে মামলা প্রযোজনা সংস্থা SVF-এর, কী রায় দিল আদালত?

জি এন্টারটেইনমেন্ট ও অশোক ধানুকার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের SVF-এর।

author-image
Sandipta Bhanja
New Update
Feluda copy right issue, SVF, Ashok Dhanuka, Zee Entertainment, Feluda Film, Feluda Series, ফেলুদার স্বত্ব, এসভিএফ, অশোক ধানুকা, জি এন্টারটেইনমেন্ট, ফেলুদার কপিরাইটের জন্য মামলা এসভিএফের, bengali news today, tollywood

ফেলুদা, এসভিএফ

'ফেলুদা'কে নিয়ে কাড়াকাড়ি! আইনি যুদ্ধ বললেও অত্যুক্তি হয় না। সত্যজিৎ-সৃষ্ট এই গোয়েন্দা চরিত্রকে টলিউডের একাধিক প্রযোজক-পরিচালক নিজেদের মতো করে পর্দায় নিয়ে এসেছেন। তবে এবার তদন্তে নামার আগেই আইনি জটিলতায় ফেলুদা। এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের তরফে মামলা করা হয়েছে আলিপুর ডিভিশনের কমার্শিয়াল কোর্টে। আর সেই প্রেক্ষিতেই ফেলুদার গোয়েন্দা গল্প নিয়ে ফিকশনাল স্টোরি করার পথে আটকে গেল বাংলা সিনে ইন্ডাস্ট্রির দুই প্রযোজনা সংস্থা অশোক ধানুকার এসকে ভিডিও প্রাইভেট লিমিটেড এবং জি এন্টারটেইনমেন্ট।

Advertisment

উল্লেখ্য, মাস খানেক আগেই অরিন্দম শীল ঘোষণা করেছিলেন তিনি ফেলুদাকে নিয়ে সিরিজ বানাতে চলেছেন। যেখানে ফেলু মিত্তিরের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং তোপসের চরিত্রে শান্তিলাল-পুত্র ঋতব্রত মুখোপাধ্যায় থাকবেন। প্রসঙ্গত, বছর খানেক ধরেই ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালকের ঠান্ডা লড়াই। জি এন্টারটেইনমেন্টের পাশাপাশি এসভিএফ সংস্থা আবার সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ফেলুদাকে নিয়ে হইচইতে সিরিজ তৈরির কথা ঘোষণা করে ফেলেছে। দুই ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা সিরিজ নিয়ে দ্বন্দ্ব এবার তুঙ্গে। অন্যদিকে, অশোক ধানুকার এসকে ভিডিও প্রাইভেট লিমিটেডের ব্যানারেও নয়া ফেলুদা সিনেমা তৈরির পরিকল্পনা চলছিল। সেই প্রেক্ষিতেই ফেলুদার স্বত্বের জন্য আলিপুর আদালতে মামলা দায়ের করেছিল এসভিএফ।

<আরও পড়ুন: দেবের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় পরাণের>

কী রায় দিল আদালত? ভেঙ্কটেশ প্রযোজনা সংস্থার দায়ের করা মামলার ভিত্তিতে আলিপুর ডিভিশনের কমার্শিয়াল কোর্ট আপাতত বিপক্ষের দুই প্রযোজনা সংস্থার ওপর ফেলুদা তৈরিতে স্থগিতাদেশ জারি করেছে। সেউ প্রেক্ষিতে দেখতে গেলে, অরিন্দমের ফ্রেমে পরমব্রতর ফেলুদা হওয়া আপাতত আটকে গেল।

প্রসঙ্গত, শনিবার বড়দিন উপলক্ষে এসভিএফ-এর ব্যানারে ফেলুদার গল্প 'হত্যাপুরী' অবলম্বনে নয়া সিনেমার ঘোষণা করেছেন সন্দীপ রায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood SVF Feluda Bengali Film Feluda Film Ashok Dhanuka Zee Entertainment
Advertisment