Advertisment

Kalki 2898 AD : অপেক্ষার অবসান, প্রথম ঝলকেই 'সুপারহিরো' প্রভাস! মিলল মাল্টিভার্সের ইঙ্গিত...

একের পর এক প্যাঁচানো প্লট, প্রকাশ্যে বহু-অপেক্ষিত টিজার

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kalki 2898 AD, prabhas, deepika padukone, amitabh bachchan, kamal hasan, project K, deepika new film, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

নাম বদলে গেল Project-k এর

হোয়াট ইজ প্রজেক্ট কে? সকলের মনে প্রশ্ন একটাই। প্রভাস থেকে দীপিকা পাড়ুকোন, অমিতাভ - কমল হাসান ... বিরাট স্টারকাস্ট নিয়ে বানানো একটি ছবি। যদিও এই ছবির নাম বদলে গিয়েছে। এখন প্রজেক্ট কে Kalki 2898AD।

Advertisment

সুপারহিরোদের নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি? টিজার দেখে বোঝা দায় আদৌ কেমন হতে চলেছে এই ছবি। তবে, এটুকু পরিষ্কার ভবিষ্যতের যুদ্ধ এবং অ্যাষ্ট্র জগৎ নিয়েই ছবি বানিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। ভিডিও শেয়ার করে প্রভাস লিখলেন, আমাদের দুনিয়ায় আপনাদের স্বাগত। প্রভাসকে সুপারহিরোর ভূমিকায় দেখা যাচ্ছে। অন্যদিকে দীপিকা?

সবুজ দুনিয়ায় বেশ ইন্টেন্স লুকে দেখা গেল তাঁকে। যেন অন্য দুনিয়ায় বিচরণ করছেন তিনি। ভিডিওতে দেখা মিলল এমন কিছুর, যাতে বোঝানো হয়েছে যখন পৃথিবীতে অন্ধকার রাজ করে নেয় তখন এক শক্তির দেখা পাওয়া যায়। প্রভাসকে সুপারহিরো এবং যোদ্ধা রূপে দেখে বেশিরভাগ মুগ্ধ আবার কেউ কেউ যথেষ্ট অবাক হয়েছেন।

এদিকে, ব্যান্ডেজ মোড়ানো অমিতাভ। চরিত্রের আগা মাথা কিছু বোঝা না গেলেও, অভিনেতাকে বেশ শান্ত এবং ভাবুক আমেজে দেখা গেল। যদিও, বেশিরভাগ দাবি করেছেন, মার্ভেল এবং স্টার ওয়ার্সের মত হতে চলেছে এই ছবি। নাম বদলানোর নেপথ্যে কোনও কারণ রয়েছে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে অনেকের।

তাহলে কি হিন্দু পুরাণ অনুযায়ী হতে চলেছে এই ছবি?

পুরাণ মতে, কল্কি হল বিষ্ণুর চূড়ান্ত অবতার। এবং তিনি এখনও আবির্ভূত হননি। বর্তমান সময় অর্থাৎ কলিযুগে ধর্মের লেশমাত্র নেই। ঘোর কলি বলেই উল্লেখ করা হয় একে। এযুগে ঈশ্বর পরমাত্মা নয়, বরং দুষ্টের দ্বারা যুগ পরিচালিত হচ্ছে। এবং এর উল্লেখ রয়েছে যে কল্কি আসবেন। অত্যাচারের অবসান ঘটিয়ে এক নতুন যুগের সূচনা করবেন।

এখন, সেই বিষয়কে কল্পনা করেই মাল্টিভার্সএর মত করে কোনও ছবি বানানো হয়েছে কিনা সেই বিষয়ও পরিষ্কার নেই। প্রভাস যে সকলের মসিহা হয়ে উঠবেন একথা, টিজার দেখলেই বোঝা যায়।

bollywood deepika padukone Entertainment News Prabhas
Advertisment