Advertisment
Presenting Partner
Desktop GIF

Prosenjit Chatterjee: এবার প্রসেনজিৎ-পল্লবীর ভাইফোঁটা হবে না? কারণ জানালেন বুম্বার বোন..

Pallabi and Prosenjit Chatterjee bhaifota: ভিডিও কলে ভাইফোঁটা দেওয়ার বিষয়টা তিনি বোঝেন না, ভাবতেও পারেন না। জানিয়েছেন, মন্দিরে গিয়ে দিয়ে আসবেন ফোঁটা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
prosenjit pallabi

Bhaifota: কেন হবে না এবারের ভাইফোঁটা?

আজকে ভাইফোঁটা। আজকের দিনে দাদা এবং ভাইয়ের মঙ্গলকামনায় তাঁদের দিদি এবং বোনেরা নানা উপাচার করেন। তারকাদের অনেকের ভাইফোঁটা খুব জনপ্রিয়। যেমন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পল্লবী চট্টোপাধ্যায়।

Advertisment

বুম্বা যেকোনও কাজের ফাঁকেই পল্লবীর কাছ থেকে ফোঁটা নিতে যান। তবে, জানা যাচ্ছে এবার নাও হতে পারে। মহা আড়ম্বরে তাঁরা পালন করে এই বিশেষ দিন। কিন্তু, এবছর তাঁরা দুজনেই ব্যস্ত। তাই, এবার হয়তো বা পল্লবীর বাড়িতে যাওয়া হবে না প্রসেনজিতের। অভিনেত্রী, সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন।

কাজের সুত্রে পল্লবী রয়েছেন মুম্বাইতে। তাঁর কথায়, যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনও কারণে মুম্বাইয়ে যান, তাহলেই হবে ফোঁটা। কিন্তু ভিডিও কলে ভাইফোঁটা দেওয়ার বিষয়টা তিনি বোঝেন না, ভাবতেও পারেন না। জানিয়েছেন, মন্দিরে গিয়ে দিয়ে আসবেন ফোঁটা। কাজের জন্যই হয়তো বা এবার না হতে পারে। দুজনেই কাজকে যেভাবে গুরুত্ব দেন, কাজকে বাদ রাখা তাঁদের পক্ষে সম্ভব না।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও  ভীষণ ডায়েট মেনে চলেন। কিন্তু, এদিনটা তিনি নিজের সমস্ত নিয়মের বেড়াজাল ভেঙেই  বোনের হাতে রান্না করা মটনের ঝোল থেকে পায়েস সবটাই চেখে দেখেন তিনি। আর পল্লবী নিজে হাতে সবটা রান্নাও করেন।

উল্লেখ্য, গতবার হঠাৎ করেই পল্লবীর মুম্বাইয়ের বাড়িতে পৌঁছান প্রসেনজিৎ। কাজের ফাঁকেই বোনের থেকে ফোঁটা নেন তিনি। তারপর, সেই ছবি সমাজ মাধ্যমে আপলোড করেই তিনি বলেন, মুম্বাই এবং কলকাতা - কোনও জায়গায় ভাইফোঁটার আনন্দ মিস করা চলে না।

যদিও বা সেইসময় তিনি মুম্বাইয়ে কাজের সূত্রেই গিয়েছিলেন। দুটি সিরিজের কাজ চলছিল। তাই, মায়ানগরীতে পৌঁছেই তিনি বোনের বাড়িতে গিয়েছিলেন। যদিও, আজ সন্ধ্যেয় এমন কিছু দেখা যায় কিনা সেটা সময় বলবে।

 

 

tollywood tollywood news prosenjit chatterjee
Advertisment