মুম্বাইয়ে বেশিরভাগ সময় কাটাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জুবিলিতে তাঁর অসামান্য অভিনয় প্রশংসা পেয়েছে সকলের কাছে। যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁকে জড়িয়ে ধরছেন সকলে। এবার তাঁকে দেখা গেল, বিখ্যাত পরিচালক মনি রত্নমের সঙ্গে।
টলিপাড়ায় গুঞ্জন, বুম্বা দা নাকি কাজ করতে চলেছেন মনি রত্নমের সঙ্গে! দুজনকে একসঙ্গে দেখা যেতেই শোরগোল। মাঝেমধ্যেই মুম্বাই যাচ্ছেন, শুধু তাই নয়! নানা পরিচালকদের সঙ্গে দেখাও হচ্ছে তাঁর। বাংলা ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ প্রতিভাকে কি তবে, নিয়ে নিল মুম্বাই?
অভিনেতার সঙ্গে ছিলেন অদিতি রাও হায়দারি। মনি রত্নমের সঙ্গে ছবি শেয়ার করে প্রসেনজিৎ লিখলেন, আপনার সঙ্গে দেখা হওয়া সবসময় খুব আনন্দের। আপনার ছবি দেখে দেখে বড় হয়েছি। আপনি একজন অনুপ্রেরণা। অনেক সম্মান করি। মুম্বাইতে এখন তাঁর অবাধ যাতায়াত। কখনও গণেশ বন্দনা করছেন আবার কখনও শেষপাতার প্রমোশন। কিন্তু ঐশ্বর্য বিক্রম অভিনীত পিএস – ২ এর স্ক্রিনিং এ কী করছেন?
নির্মাতার তরফ থেকে আয়োজন করা হয়েছিল, স্পেশ্যাল স্ক্রিনিং এর। সেখানেই নিমন্ত্রিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিদ্ধি বিনায়ক মন্দিরে, গিয়েছিলেন। সেখানে তাঁর দেখা হয়েছিল মধুর ভান্ডারকর এর সঙ্গে। এখন কবে, বলিউডে আবার অভিনয় করেন তিনি, সেটাই দেখার।