'মালিক'-এর ট্রেলার মুক্তি পেল আজ। রাজকুমার রাও, রয়েছেন এই ছবিতে যাঁকে পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। তিনি বন্দুক চালাচ্ছেন, চটকদার সংলাপ বলছেন এবং অসাধারণ স্টান্ট করেছেন এই ছবিতে। রাজকুমারের এই রূপান্তর নিয়ে যখন নেটদুনিয়া সরগরম, তখন আরও একটি আলোচনার বিষয় হল বাঙালি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি, যিনি ছবিতে রাজকুমারের গ্যাংস্টারের বিরুদ্ধে একজন দুর্ধর্ষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন।
তবে মুম্বইয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দুই অভিনেতার মধ্যে অনস্ক্রিন রেষারেষির কোনও চিহ্ন দেখা যায়নি। পরিবর্তে, দুজন দুজনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং পারস্পরিক প্রশংসায় ভরিয়েছেন। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত দীর্ঘ প্রতীক্ষিত বায়োপিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয়ের জন্য রাজকুমারকে প্রকাশ্যে অভিনন্দন জানাতে দেখা গেল বাংলার সুপারস্টার প্রসেনজিৎকে।
'সৌরভ গাঙ্গুলির বায়োপিক দারুণ ছবি হতে চলেছে'
প্রসেনজিৎ বললেন, "মাত্র দশ দিন আগে সৌরভ আর আমি একসঙ্গে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, 'শীঘ্রই রাজকুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা একসঙ্গে একটি সিনেমা করেছি, যা মুক্তি পেতে যাচ্ছে।' সত্যি বলতে গেলে আমি খুব খুশি। দাদা আর রাজ, দারুণ কম্বিনেশন। আর আমার অন্যতম প্রিয় পরিচালক বিক্রম পরিচালনা করছে, তাই আমি নিশ্চিত, দারুণ একটা ছবি হতে চলেছে।"
অনুষ্ঠানে রাজকুমার রাও বায়োপিক নিয়ে কোনও মন্তব্য না করলেও উত্তরে হেসে ফেলেন। রাজকুমারের স্ত্রী অভিনেত্রী পত্রলেখা শিলংয়ের বাসিন্দা এবং বাঙালি বংশোদ্ভূত। অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক বেশ কয়েক বছর ধরেই খবরের শিরোনামে রয়েছে এবং সম্প্রতি এই নিয়ে আবারও চর্চা। গাঙ্গুলি নিজেই এই বছরের শুরুতে একটি মিডিয়া কথোপকথনের সময় কাস্টিংয়ের বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, "আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে অভিনয় করবেন ... তবে তারিখ নিয়ে সমস্যা রয়েছে, তাই পর্দায় রিলিজ হতে এক বছরেরও বেশি সময় লাগবে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের কিছুদিনের মধ্যেই রাজকুমার আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছেন। তাঁকে বলতে শোনা যায় "যেহেতু দাদা ইতিমধ্যে এটি বলে ফেলেছেন, আমিও এটি অফিসিয়াল স্বীকার করি - হ্যাঁ, আমি তাঁর বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করছি।"