Advertisment
Presenting Partner
Desktop GIF

নটি বিনোদিনীর গল্পে নয়া মোড়, কঙ্গনাকে নির্দেশনা দেওয়ার দায়িত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাঁধে?

প্রদীপ সরকারের জায়গায় হাল ধরছেন সকলের প্রিয় বুম্বা? ফিরছেন পরিচালনায়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Prosenjit Chatterjee directing kangana ranaut noti Binodini?

প্রসেনজিৎ-কঙ্গনা

অভিনেতা অভিনয় করার সঙ্গে সঙ্গে যে একজন বড় পরিচালক হতে পারেন তাঁর নমুনা অনেক রয়েছে। এবার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর নাম ফের একবার পরিচালকের জায়গায় নেওয়া যেতে চলেছে। আর সেটাই টলিপাড়ায় আনন্দের খবর।

Advertisment

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি 'নটি বিনোদিনী' পরিচালনা করছেন! প্রদীপ সরকারের সাধের ছবি বানাতেই নাকি উঠে পরে লেগেছেন তিনি। একেবারেই! সেই ছবি যেটির স্বপ্ন নিয়ে না ফেরার দেশে পা রেখেছেন তিনি। এই ছবিতে নটির ভূমিকায় দেখা যেতে চলেছে কঙ্গনা রানাউতকে। অভিনেত্রী নিজেও যথেষ্ট আশাবাদী ছিলেন এই চরিত্র নিয়ে। প্রিয় দাদার চলে যাওয়ার পরে বেশ কিছুটা সময় ছবির কাজে ভাটা পড়েছিল। কিন্তু, ফের একবার নতুন মানুষের হাতে গিয়েই পড়েছে এই ছবির কাজ। আর তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

টলিউড থেকে বলিউডে এবার পরিচালনা করতে চলেছেন তিনি? যদিও সকলের প্রিয় বুম্বাদা আজও এই প্রসঙ্গে কিছুই জানান নি। প্রদীপ সরকারের আচমকা মৃত্যুতে থমকে গিয়েছিলেন খোদ কঙ্গনা নিজেও। তবে, এবার হয়তো ছবি আসল কিনারায় পৌঁছবে। কানাঘুষো খবর, প্রদীপ সরকারের নির্ধারিত করা স্টোরিলাইন এবং চিত্রনাট্য ধরেই বাকি কাজ শেষ করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং, এই ছবির সম্পূর্ন শুটিং নাকি হবে কলকাতায়। একের পর এক ঐতিহাসিক চরিত্রে কাজ, কঙ্গনা নিজেও জানিয়েছিলেন বেশ উচ্ছ্বসিত তিনি।

সম্প্রতি দশম অবতারের প্রমোশন চলাকালীন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ছবি পরিচালনা করতে পারেন। তেমন ভাবনা চিন্তা শুরু করেছেন। তবে, সেটি যে এই ছবি এমন কিছু জানা যায়নি। বিনোদিনী হিসেবে রুক্মিণীকে দেখা যাবে একথা নতুন না। এমনকি, পরিচালক রামকমল মুখোপাধ্যায় প্রায় শুটিং শেষ করে ফেলেছেন। এখন কোন নটি বেশি মনোরঞ্জন করেন সেটাই দেখার।

উল্লেখ্য, প্রসেনজিৎ দীর্ঘ এতবছর পর টলিউড থেকে বলিউডে পা রেখেছেন। অভিনেতা হিসেবে তিনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। এর আগেও একবার একটি ছবি পরিচালনা করেছিলেন বটে। তবে, তারপর থেকেই দীর্ঘদিন শুধু অভিনয় করে গিয়েছেন।

prosenjit chatterjee tollywood bollywood Kangana Ranaut Entertainment News
Advertisment