/indian-express-bangla/media/media_files/2025/03/19/Ix1XLjoCyNKGjtFFRvCj.jpg)
চলে গেলেন তাঁর কাছের সঙ্গী... Photograph: (Instagram)
কাছের মানুষ হঠাৎ করেই চলে গেলে মনের ভেতরটা কেমন হয়? যার জীবন থেকে তাঁর নিত্যদিনের সঙ্গী চলে যায়, সেই বোধহয় জানে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল সন্ধ্যেয় মনের প্রতিটি অংশ থেকে বুঝতে পেরেছেন সেই কথা। যে মানুষ তাঁকে রোজ সঙ্গে করে নিয়ে যেতেন, সে আর নেই। যার হাতে থাকত দ্যা ইন্ডাস্ট্রির গাড়ির স্টিয়ারিং হুইল আর সে চালাবেন না বুম্বার রোজের ব্যবহারের গাড়িটা।
বাবুর মৃত্যুতে শোকে কাতর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একজন তারকার জীবনে এমন বহু মানুষ থাকেন যারা তাঁর নিত্যদিনের প্রতিটা মুহূর্তের সঙ্গী। তাঁর ব্যক্তিগত জীবন থেকে নানা কিছু বেঁধে রাখেন তাঁরা। বাবুসোনা মুখোপাধ্যায় গতকাল চলে গিয়েছেন না ফেরার দেশে। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। তিনি যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অভিনেতা নিজেই নিজের দেওয়ালে পোসট্ করলেন সেই খবর।
Avneet Kaur: বিরাটের জন্যই বহুল জনপ্রিয়তা! অবশেষে মুখ খুললেন 'ভাইরাল…
যেহেতু সকলের প্রিয় বুম্বার গাড়ি চালাতেন তিনি অনেকেই তাঁকে চিনতেন। কোনও অনুষ্ঠানে বুম্বা পৌঁছনোর আগেই তাঁর মুখে একটাই কথা শোনা যেত আর কিচ্ছুক্ষনেই দাদা পৌঁছে যাবেন। সেই ভাইসম মানুষটিকে হারিয়ে মন খারাপ অভিনেতার। নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে বাবুকে নিয়ে তিনি লিখলেন, "বাবু যেখানেই থাকিস, ভাল থাকিস।" সাদা-কালো ছবিতে বাবুর মৃত্যুর খবর পেয়ে চমকে উঠেছেন অনেকেই। অল্প বয়সের তরতাজা প্রাণ এভাবে চলে যেতে পারেন যেন কেউ ভাবেন নি পর্যন্ত।
সুদিপ্তা চক্রবর্তী থেকে শুরু করে মানসী সিনহা আঁতকে উঠেছেন অনেকেই। এই খবর যেন মানতে পারছেন না। একই রাস্তায় একসঙ্গে কত হেঁটেছেন, কত জায়গায় একসঙ্গে গিয়েছেন। আর যাওয়া হবে না। কিন্তু, ব্যস্ততা ভুলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এগিয়ে যেতে হবে, কারণ সামনেই তো দেবী চৌধুরানী রিলিজ।