বাংলা ইন্ডাস্ট্রির হয়ে বরাবর মুখ খুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'ইন্ডাস্ট্রি' বলে তাঁকে এমনিই সম্বোধন করা হয় না। বাংলা ছবি ব্যবসা না করলে কলাকুশলী থেকে শিল্পীরা যে কতটা ক্ষতির সম্মুখীন হবে, সেই আশঙ্কার কথা একাধিকবার শোনা গিয়েছে প্রসেনজিতের মুখে। এবার 'কলকাতার হ্যারি' সিনেমার ট্রেলার লঞ্চে এসেও বাংলা সিনে-ইন্ডাস্ট্রি নিয়ে তেমন উদ্বিগ্ন দেখালো অনুরাগীদের প্রিয় 'বুম্বাদা'কে। অভিনেতার আর্জি, "বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে একটু ভাবুন, ভাল ভাল কথা লিখুন। নাহলে কিন্তু শ্মশানে পরিণত হবে।"
প্রসেনজিতের কথায়, "আরআরআর-এর মতো একটা দক্ষিণী ছবি তিন দিনে ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে। বাংলা ছবি তো আপনাদেরও ছবি। তার পাশে আপনাদেরই দাঁড়াতে হবে।" সংবাদমাধ্যমের কাছে অভিনেতার আর্জি, "একটু ভালভাবে বাংলা সিনেমার প্রচার করুন। ভাল কথা লিখুন। কিছু ভুল হলে, যতটা সম্ভব সেই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজেদেরই তো ইন্ডাস্ট্রি। নাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে যাবে। আমি যখন শুরু করেছিলাম, তখন বাংলা সিনে ইন্ডাস্ট্রি একটা শ্মশানের মতোই ছিল। খবরের কাগজে সেটা নিয়ে লেখালেখিও হত। সেখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আরও একবার সেই শ্মশানে ফিরে যেতে চাই না।"
<আরও পড়ুন: IE 100: দেশের ক্ষমতাশালী ১০০ জনের তালিকায় শাহরুখ-কঙ্গনা, আর কে রয়েছেন? >
প্রসঙ্গত, বাংলা সিনে ইন্ডাস্ট্রি কতটা নুইয়ে পড়েছিল একসময়ে, কেরিয়ারের গোড়ার দিকে তার সাক্ষী থেকেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, দর্শককে হলমুখো করতে বেগ পেতে হয়েছিল প্রসেনজিৎ, চিরঞ্জিৎ চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়দের। সিনেমা ভাল ব্যবসা না করায় অভাবের মুখ দেখতে হয়েছিল শিল্পী-কলাকুশলীদেরকেও। তবে সেই দুঃসময় কাটিয়ে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে। তবে বছর দুয়েক আগে আবারও অতিমারী কোপে ধুকছে টলিউড। উপরন্তু গ্রামবাংলার একাধিক সিনেমাহল বন্ধ হয়ে যাওয়া, ডিজিট্যআ প্ল্যাটফর্মের দৌরাত্মের মতো বিষয় তো রয়েইছে। তামিল, তেলুগু, মালায়ালামের মতো দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি ভাল ব্যবসা করলেও তুলনামূলকভাবে বাংলা ইন্ডাস্ট্রি সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে ভাল কন্টেন্ট থাকা সত্ত্বেও। সেই প্রসঙ্গেই বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, এদিন 'কলকাতার হ্যারি'র ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, অরিন্দম গঙ্গোপাধ্যায়, লাবণী সরকাররা। এই সিনেমা দিয়েই প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে শিকে ছিঁড়লেন সোহম। প্রযোজনার দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয়ও করেছেন। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে। সোহমের এই নতুন জার্নির সাক্ষী থাকতে ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন তিনিও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন