Advertisment

বছর না ঘুরতেই সুখবর দিলেন প্রসেনজিতের কাছের মানুষ, আহ্লাদে আটখানা দুর্নিবার-মোহর

খুশির খবর দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছের মানুষ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Prosenjit Chatterjee, oindrila sen, durnibar Saha, durni mohor, durnibar first baby, durnibar Saha controversy, entertainment news, tollywood news

মোহরের সুখবর শুনে যা প্রতিক্রিয়া দিলেন প্রসেনজিৎ...

সুখবর! টলিপাড়ায় মা আসার আগেই খুশির খবর দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছের মানুষ মোহর। তারকার পাবলিক রিলেশনের অন্যতম মুখ তিনি। এবছর মার্চ মাসেই গাঁটছড়া বেঁধেছিলেন সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহার সঙ্গে।

Advertisment

বছর পেরোতে না পেরোতেই এবার সন্তান আসার সুখবর দিলেন তিনি। নতুন সদস্য আসছে। নিশ্চয়ই প্রচণ্ড আনন্দিত? ঐন্দ্রিলা সেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সন্তান নেবেন এই প্ল্যানিং ছিলই। তাই আর দেরি করতে চাননি। প্রথম সন্তান আসছে, এখন থেকেই মা হওয়ার চাপ বুঝতে পারছেন তিনি। একদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডান হাত তিনি। তাঁর সমস্ত কিছু নিজে দায়িত্বে সামলান।

মোহরের বিয়েতেও সকাল থেকে দায়িত্ব পালন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বিয়ের পিঁড়ি পর্যন্ত ধরেছিলেন তিনি। মোহর মা হতে যাচ্ছেন, একথা শুনে কিছুটা থমকেই গিয়েছিলেন বুম্বাদা। ফোন ধরেই নাকি বলেছিলেন, সেকি! কিছুদিন সাবধানে থাক। দাদার কাজ যেমন দক্ষ হাতে তিনি সামলান, তেমনই প্রসেনজিৎ নিজেও বোন মোহরের খেয়াল রাখেন। তাই তো, এখন সব কাজ তিনি বাড়ি থেকেই সামলান।

প্রসঙ্গত, বিয়ের পরপর তাঁদের নিয়ে চূড়ান্ত শোরগোল। মীনাক্ষীকে ছেড়ে দুর্নিবার দ্বিতীয়বার বিয়ে করেন ঐন্দ্রিলাকে। অনুরাগীদের একাংশ রেগে আগুন। শুধু তাই নয়, প্রচণ্ড নিন্দা কটাক্ষ শুনতে হয় তাঁদের। এদিকে, বছর ঘোরার আগেই সুখবর দিয়েছেন দুজনে। যদিও, সে সময় কারওর কথায় কান দেননি তাঁরা। উল্টে নিজের মতো করেই সবটা সামলেছেন।

tollywood Prasenjit Chatterjee
Advertisment