New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/28/gFXQSKlSwSwL8UJWgcvi.jpg)
Prosenjit Chatterjee: কালো পোশাকে ঠিক যেন ব্ল্যাক প্যান্থার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়... Photograph: (গ্রাফিক্সঃ অংশুমান মাইতি... )
Prosenjit Chatterjee: কালো পোশাকে ঠিক যেন ব্ল্যাক প্যান্থার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়... Photograph: (গ্রাফিক্সঃ অংশুমান মাইতি... )
Roy Abhishek On Prosenjit Chatterjee's Black attire: স্টাইল হলে এমনই হওয়া উচিত... আর কে বলে, আদ্যোপান্ত বাঙালি পোশাকে স্টাইল করা যায় না? কিংবা বাঙালি বাবু সেজে বেরোলে একেবারেই যে নজর কাড়া যায় না, এমনটাই বা কে বলেছে? গতকাল স্টেজে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাঁটছেন, ঠিক যেন চোখ আটকে গেল সকলের।
তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা। সদ্য তাঁর খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করেছে। এবং এরপরই গতকাল ডিজাইনার অভিষেক রায়ের প্রথম ল্যাকমি ফ্যাশন উইকে হাঁটলেন তিনি। কালো রংয়ের পোশাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক যেন ব্ল্যাক প্যান্থার। তাঁর স্টাইল এবং পোশাক নিয়ে নানা ভিডিও যেমন গতকাল থেকে ভাইরাল, ঠিক তাঁকে নিয়ে এই ভাবনার পেছনে যে মানুষটা, তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
খালি পায়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং লিয়েন্ডার পেস- কে নিয়ে শো শেষে হাঁটেন তিনি। অভিষেক তাঁর প্রতিটা শো তেই খালি পায়ে র্যাম্পে হাঁটেন। কারণ, তাঁর মনে হয় এক্ষেত্রে তিনি মাটির সঙ্গে জুড়ে থাকবেন। গতকাল থেকে তিনি এত প্রশংসা পেলেন। কিন্তু, এই ভীষণ সুন্দর পোশাকটির নেপথ্যের কাহিনী আসলে কী? তাঁর কথায়...
"আসলে পুরো কালেকশনের নামই নবাব অফ বেঙ্গল। আমরা বাংলাকে সেলিব্রেট করেছি পোশাকের মধ্যে দিয়ে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতিকে আমরা উদযাপন করেছি। টেক্সটাইল রিচনেস যে বাংলার কতটা, সেটা বোঝানোর চেষ্টা করেছি। ক্রাফটসম্যান শিপ অফ বেঙ্গল দেখানো আমাদের আলাদা মোটো ছিল। ভেলভেট থেকে শুরু করে, ধুতি এমব্রয়ডারি থেকে শুরু করে জামদানি - নানা কিছু দেখানো হয়েছে। আর আমার কাছে বুম্বাদা কালকে অসাধারণভাবে গোটা পোশাকটা ক্যারি করেছে।" যেখানে বাংলার পোশাকের কথা হচ্ছে, সেখানে কি দ্যা আইকনিক মিস্টার চ্যাটার্জি - দ্যা ইন্ডাস্ট্রি তাঁর প্রথম পছন্দ ছিলেন?
তাঁর কথায়, "এটা আমার প্রথম ল্যকমি ফ্যাশন উইক শো। আর আমি যেটা বললাম, নবাব অফ বেঙ্গল আমরা সেলিব্রেট করছিলাম। সেখানে, আমার তো মনে হয় না যে বুম্বাদা ছাড়া এটা আর কেউ ভাল করতে পারতেন। তাঁরা দুজনেই, লিয়েন্ডার পেজ এবং দাদা... আমি কৃতজ্ঞ যে তারা দুজন রাজি হয়েছিলেন আমার প্রস্তাবে।" প্রসঙ্গে, একথা অজানা নয় যে যতবার ডিজাইনারদের ক্র্যাফট নিয়ে প্রশংসা কর হয়েছে, ততবার কতদিন এই সম্পূর্ন জিনিষটা প্রেজেন্ট করতে সময় লেগেছে সেই নিয়েও আলোচনা হয়েছে। অভিষেকের কতদিন সময় লাগল এই পোশাক বানাতে?
তিনি বলেন, "আসলে ক্রিয়েশনের ভাবনা চিন্তায় বেশি সময় লাগে। পোশাকটা কীভাবে বানানো হবে, কেমন হবে, সেই আইডিয়াটা নেহাত সহজ না। আমাদের ওই ১৫-২০ দিন মত সময় লেগেছে সব মিলিয়ে।"