আজ মহানায়কের মৃত্যু বার্ষিকী। সেই উপলক্ষেই রাজ্য সরকারের তরফে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয়েছিল মহানায়ক সম্মান। উত্তম স্মরণে এদিন সম্মাননা দেওয়া হল ইন্ডাস্ট্রির গুণী শিল্পদের।
Advertisment
বহুবছর ধরেই এই সম্মান পেয়ে আসছেন অনেকেই। দেব থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, এমনকি সোহম শ্রাবন্তী সকলেই পেয়েছেন এই পুরস্কার। এবারের মহানায়ক সম্মান যারা পেলেন, তাঁরা ইন্ডাস্ট্রিকে বহুদিন ধরে সমৃদ্ধ করে এসেছেন। সেই তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতাদের পাশাপশি গায়করাও।
মহানায়কের সম্মানে এবার বর্ষসেরা পুরস্কার পেলেন কারা?
সবার প্রথমে যার হাতে এই পুরস্কার উঠল তিনি অম্বরিশ ভট্টাচার্য। তারপর, পেলেন শুভাশীষ মুখোপাধ্যায়। এতবছর ধরে তিনি দিনের পর দিন ছবি উপহার দিয়ে চলেছেন। এরপর, নাম এল রুক্মিণী মৈত্রর। তিনিও নানা সময় নানাচরিত্রে মানুষকে মনোরঞ্জন করে তুলেছেন। দলে ছিলেন, গায়ক নচিকেতা চক্রবর্তী।
এরপর, বাংলা সিনেমার অবদানের জন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় পুরস্কার। দীর্ঘ ৪০ বছর ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির হাল ধরে রাখার পাশাপাশি নিজেকে প্রমাণ করে চলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রসেনজিৎ যে কাজটা ৪০ বছর ধরে করে চলেছে, ও আমাদের গর্ব। শুধু সিনেমায় নয়, টেলিভিশনের ক্ষেত্রেও। আমার হৃদয় থেকে ভালবাসা রইল। ও আমাদের বিনোদন জগতের উৎসারী।
উল্লেখ্য, প্রতিবছরই এই সম্মানের আয়োজন করা হয়। এবং প্রতিবারই সম্মান পান তারকারা। এবার সেই দলে জুরলেন বাকিরাও।