scorecardresearch

বড় খবর

‘ও অভিমান থেকেই অভিযোগ করেছে..’, প্রসেনজিৎ-এর কথায় আরও চটলেন শ্রীলেখা!

বুম্বার কথায় গললেন না শ্রীলেখা, উল্টে বললেন…

prosenjit chatterjee, shreelekha mitra, prosenjit chatterjee actor, prosenjit chatterjee tollywood, prosenjit chatterjee tolly news, tolly world, shreelekha mitra tollywood, shreelekha mitra atress, tollywood news on nepotism
বুম্বা-শ্রীলেখা বিতর্ক!

টলি ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! এই প্রসঙ্গে অভিযোগ করেছিলেন শ্রীলেখা মিত্র থেকে অভিষেক চট্টোপাধ্যায় অনেকেই। যদিও এই নিয়ে কখনোই কোনও পাল্টা উত্তর দেননি বুম্বা, তবে এবার কী বলছেন সুপারস্টার?

নেপটিজম বিতর্কে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েও নানান মন্তব্য শোনা গিয়েছিল। হাতে ধরে নাকি অনেকের কেরিয়ার শেষ করেছিলেন তিনি। শ্রীলেখা নিজেও এমন অভিযোগ এনেছিলেন। ঋতুপর্ণাকে নিয়েই সব ছবিতে কাজ করতে হবে, এমনই শর্ত রাখতেন প্রসেনজিৎ? এক সাক্ষাৎকারে সম্পূর্ন ভিন্ন মতামত দিলেন অভিনেতা। বললেন, “আমার সঙ্গে শুধু ঋতু কোথায়, রচনা থেকে অর্পিতা, ইন্দ্রানী হালদার, শতাব্দী সবাই তো অভিনয় করেছেন। জুটিতে হিট ছবি হয়েছে। প্রসেনজিৎ ঋতুপর্ণা এমন একটা জুটি যেটা দর্শক মনে রেখেছেন। এই কেমিস্ট্রিটা আমি নিজেও জানি না”।

তবে, শ্রীলেখার বলা সমস্ত ঘটনাকে অভিমান বলেই জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “শ্রীলেখা একজন অসম্ভব ভাল অভিনেত্রী। আমি ওকে খুব সম্মান করি। আমাকেও যথেষ্ট সম্মান করে। ও যে কথাগুলো বলেছে, হয়তো অভিমান থেকে বলেছে। আমার ওর প্রতি কোনও রাগ নেই। একজন প্রতিভাময়ী অভিনেত্রী ও। আর তাছাড়াও প্রযোজকরা আমাদের দিয়ে কাজ করাতেন, আমি কিছুই করার মানুষ নই”।

আরও পড়ুন [ আত্মতুষ্টির জায়গাই নেই! ৬০০ কোটির ঘরে দৌঁড়চ্ছে ‘পাঠান’, অন্য ছবির শুটে ব্যস্ত শাহরুখ ]

কিন্তু শ্রীলেখা? অভিনেত্রী সমস্ত প্রসঙ্গ শোনার পর, তাঁর কী মতামত? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বললেন, “কোনও নিউজ পোর্টাল ফলো করি না। তবে, এটুকু বলতে পারি আমি সেসময়গুলো দেখেছি। সব বোঝা হয়ে গেছে আমার। মানুষকে বাঁচতে দিন আর নিজেরাও বাঁচুন”। আমায় কিছু বুঝিয়ে লাভ নেই। শুধু নেপটিজম বিতর্কে নয়, বরং অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে নানা মন্তব্য শোনা গিয়েছিল। তথাকথিত, একটি রিয়ালিটি শোয়ে অভিষেক চট্টোপাধ্যায় নিজেও ঋতু-বুম্বা জুটিকে নিয়ে অবিশ্বাস্য কিছু মন্তব্য করেন।

উল্লেখ্য, সবসময়ই নিজের বক্তব্য পরিষ্কার করে বলতে ভালবাসেন শ্রীলেখা। তাঁকে ঠোঁটকাটা তকমাও দিয়েছেন নেটিজেনরা। এদিকে, প্রসেনজিৎ নিজেও জানিয়েছেন, দর্শকরা যতদিন তাঁকে চাইবেন ততদিন তিনি অভিনয় করে যাবেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Prosenjit chatterjee said shreelekha mitra accused him out of pride