/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/prosenjit1.jpg)
কাদের সঙ্গে হাঁটলেন বুম্বা?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন শুধু একটাই শব্দ সবথেকে বেশি উচ্চারণ করছেন। অযোগ্য ছাড়া তাঁর মুখে আর কিছুই শোনা যাচ্ছে না! এদিকে ওদিকে সর্বত্রই এই একটাই শব্দ।
আর এবার তো রাস্তায় হাঁটছেন আরও দুই অযোগ্যকে সঙ্গে নিয়ে! তাও আবার কাঁধে হাত রেখে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর কোন দুজনকে অযোগ্যর দলে ফেললেন, প্রশ্ন থেকেই যায়। তবে, এবার সেই বিষয়েই উত্তর দিয়েছেন তিনি।
এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, সঙ্গে যে দুজন একদম জড়িয়ে গিয়েছেন সেই দুজনকে সঙ্গে নিয়েই রাস্তায় হাঁটা ধরলেন তিনি। বুম্বা দার ছবি মানেই বিখ্যাত গান আর তার সঙ্গে রয়েছে অনুপম রায় এবং রুপম ইসলাম। আর এই দুইই নাকি অযোগ্য!
অভিনেতা রাস্তায় হাঁটলেন দুজনকে সঙ্গে নিয়ে। আর তার সঙ্গে এও বলে দিলেন - তিন অযোগ্য...এমনিও তিনজনকে এক ফ্রেমে দেখে আহ্লাদে আটখানা ভক্তরা। কেউ বলছেন, তিনজন ভগবান। আবার কারওর কথায়, কিংবদন্তির মেলা বসেছে যে।
উল্লেখ্য, ইতিমধ্যে অযোগ্যর গানকে ভালবাসা দিয়েছেন দর্শক। গানগুলি যে একদম অন্যরকম সেই নিয়েও তারা নানা কথা বলছেন। আর তাতে যে বিরাট কৃতিত্ব রয়েছে অনুপম এবং রুপমের সেকথা অস্বীকার করার জায়গা নেই।