/indian-express-bangla/media/media_files/2025/09/11/temple-2025-09-11-12-16-55.png)
যা বললেন তাঁরা...
এবার পুজোয় বড় খবর দেবী চৌধুরানী। কারণ অনেকদিন ধরে এই ছবি আলোানচয়। এবং প্রসেনজিৎ-শ্রাবন্তি, গুরু শিষ্য জুটিকে বড়পর্দায় দেখতে আগ্রহী অনেকেই। ভবানী পাঠক এবং দেবীর জানা-অজানা কাহিনী সিলভার স্ক্রিনে ঝড় তুলতে পারে কিনা সেটাই দেখার। তবে ইতিমধ্যেই তাঁদের জন্য এক সুখবর মিলেছে। জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দিরের সংস্করণ করছেন মুখ্যমন্ত্রী। সেই খবর পেতেই আনন্দে আত্মহারা সিনে-টিমের সদস্যরা।
২০১৮ সালে মন্দিরটি পুড়ে গেলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২২ সালের মধ্যেই সেই মন্দির পুনরায় সংস্কার করেন। এবং, সেই মন্দির নতুন করে উদ্বোধন করেন তিনি। মা দুর্গার আরাধনা হয় এই মন্দিরে। এবং ২০২২ সালে মা দুর্গার পাশে রাখা হয় ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর মূর্তিও। তবে, মন্দিরটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার কাজ চলছিল। যেটাই বর্তমানে সম্পন্ন হয়েছে। এবং সেই মন্দিরটি আবার নতুন করে উদ্বোধন করা হয়েছে।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যান। এছাড়া দিন তিনেক আগে প্রসেনজিৎ-শ্রাবন্তী সহ দেবী চৌধুরানীর টিম উত্তরবঙ্গ সফরে যায়। এবং সেখানে দর্শকদের ভালবাসায় তাঁরা উচ্ছ্বসিত। তবে এই মন্দিরের খবর জানতে পেরে যেন আবেগে ভাসলেন তাঁরা। এক সংবাদ মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান এই খবর শুনেই নাকি তাঁর গায়ে কাঁটা দিচ্ছে। এর থেকে ভাল খবর কি আর কিছু হতে পারে? এবং এই প্রসঙ্গে আনন্দে আত্মহারা শ্রাবন্তি চট্টোপাধ্যায় নিজেও।
অভিনেত্রী দীর্ঘদিনের পরিশ্রম এবং কঠোর ট্রেনিং-এর পরেই এই চরিত্রে নিজেকে মেলে ধরতে পেরেছেন। তরোবারি চালনা থেকে ঘুড়সওয়ারি -সবটাই শিখেছেন তিনি। তাই মন্দিরের সৌন্দর্য বাড়ছে শুনে তাঁর বক্তব্য, গর্ব হচ্ছে তাঁর এবং চেষ্টা করবেন অতি শীঘ্রই মন্দিরে পুজো দিতে যাওয়ার। প্রসঙ্গে এই বছরের পুজোতে রিলিজ করতে চলেছে এই ছবি। এবং সঙ্গে রিলিজ করছে আরও তিনটে ছবি।