ছেলে যখন জীবনে সফলতা অর্জন করেন, তখন সবথেকে বেশী আনন্দ যেন বাবা-মায়ের হয়। মিশুকের এত সাফল্য - আহ্লাদে আটখানা অর্পিতা-প্রসেনজিত।
Advertisment
অভিনেতা হিসেবে তিনি যথেষ্ট সফল। আর এবার বাবা হিসেবেও যেন অনেক বড় কিছু অনুভব করলেন। ছেলে তৃষানজিতের গ্রাজুয়েশন উপলক্ষেই দারুণ খুশি দুজনে। মাকে জড়িয়ে ধরে জীবনের সাফল্যের প্রথম ধাপ অনুভব করলেন মিশুক।
আর অন্যদিকে সকলের প্রিয় বুম্বা দা? তাঁর তো আনন্দের সীমা নেই। ছেলেকে নিয়ে লিখলেন, আমি বাবা হিসেবে গর্বিত। তোমার জীবনের এক এমন দিনে তোমার সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বসিত। মা অর্পিতা যেন, ছেলেকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন। সে এখন এত বড়, যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর। তাই তো, ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "আমার বড় ছেলে…মিশুক! অনেক ভালবাসা।"
অন্যদিকে ছেলের বিশেষ দিনেও প্রসেনজিতের প্রশংসা না করলেই নয়। কারণ, সেখানেও তাঁর ভক্ত সংখ্যা কম নয়। তাঁর সঙ্গে ছবি তুলতে দেখা গেল অনেককেই। ছেলেকে নিয়েও তিনি নানা আলোচনা করলেন। যদিও, তৃষানজিত অভিনয়ে আসবেন কিনা এই নিয়ে কিছুই জানাননি অভিনেতা।
Advertisment
ইন্ডাস্ট্রিতে, অনেক মানুষের সঙ্গেই বেশ সখ্যতা রয়েছে মিশুকের। ফুটবল খুব পছন্দ করে সে। মাঝেমধ্যে এদিক-অদিক পার্টিতে তাঁকে দেখা যায়। অন্যদিকে, প্রসেনজিত ব্যাস্ত নিজের আগামী ছবি নিয়ে। তিনি এবং ঋতুপর্ণা জুটিতে আসছেন ৫০তম ছবি নিয়ে। অযোগ্য নিয়ে উন্মাদনা তুঙ্গে।