Prosenjit Chatterjee: 'ও যদি ছোট না হত..', চঞ্চলকে নিয়ে কেন একথা বললেন প্রসেনজিৎ?

তিনি এবার চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর সঙ্গে মনের মানুষে অভিনয় করেছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর অনেক কাজ দেখেছেন। এমনকি, কলকাতায় দর্শকদের সঙ্গে বসে হাওয়া দেখেছেন এমনটাই জানান তিনি।

তিনি এবার চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর সঙ্গে মনের মানুষে অভিনয় করেছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর অনেক কাজ দেখেছেন। এমনকি, কলকাতায় দর্শকদের সঙ্গে বসে হাওয়া দেখেছেন এমনটাই জানান তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chanchal

যা বললেন সকলের প্রিয় বুম্বা...

'আমি ওর পায়ে হাত দিয়ে..', এমন একজন অভিজ্ঞ এবং কিংবদন্তি অভিনেতাকে ঠিক একথাই বলতে শোনা গেল। প্রসঙ্গে পদ্মাপাড়ের এক জনপ্রিয় অভিনেতা। যিনি এই বাংলাতেও দুর্দান্ত সব ভূমিকায় কাজ করেছেন। এই বাংলায় তাঁর জনপ্রিয়তা বেড়েছিল গৌতম ঘোষের মনের মানুষের হাত ধরে। তারপর, অনেক কাজ করেছেন। চঞ্চল চৌধুরী - অভিনেতাদের মধ্যে বড্ড চেনা নাম। এমনকি, তাঁর হাওয়া দেখে যেন মুগ্ধ হয়েছিল এপার বাংলার বহু মানুষ। 

Advertisment

সম্প্রতি, তাঁকে নিয়ে এক দারুণ মন্তব্য করে বসেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যাকে বাংলার সিনেমার স্টলয়ার্ট বলাই যায়। এবং, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই ইন্ডাস্ট্রি...তিনি দীর্ঘ এতগুলো বছর ধরে, এতসব ছবি উপহার দিয়েছেন তাঁর ভক্তদের, যা গুনলে শেষ করা যাবে না। তিনি এবার চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর সঙ্গে মনের মানুষে অভিনয় করেছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর অনেক কাজ দেখেছেন। এমনকি, কলকাতায় দর্শকদের সঙ্গে বসে হাওয়া দেখেছেন এমনটাই জানান তিনি। 

কী বলছেন প্রসেনজিৎ তাঁকে নিয়ে? 

অভিনেতার বক্তব্য, "আমি জানি না, ওঁর কাজ নিয়ে কথা বলার যোগ্যতা আমার আছে কিনা। ওকে আমি বড্ড ভালবাসি। কিন্তু, অভিনেতা হিসেবে ওঁর বেড়ে ওঠা আমি খুব কাছ থেকে দেখেছি। মনের মানুষের সময় ওঁর সঙ্গে আমার আলাপ হয়। গৌতম দা বলেন, ও করছে। আমি খুব আনন্দ পেয়েছিলাম। তবে, তাঁর আগে ওঁর একটা ছবি মনপোড়া সেটা আমি দেখি। দেখার পর আমি ভেবেছিলাম এটা কে? কী ভাল অভিনয়।" 

Advertisment

তাঁদের দুজনের মধ্যে লাগাতার কথা হয়। তাঁরা অভিনয় নিয়ে, কাজ নিয়ে নানা কথা বলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, নন্দনে হাওয়া দেখে আমি মুগ্ধ। ওঁ যে ওটিটি-তে কাজ করছে, বা যে নাটকগুলো আগে করেছে, সবই দেখা আমার। আর সাম্প্রতিক যে একটি চরিত্রে ওকে দেখলাম আমি স্তম্ভিত।" একথা অস্বীকার করার জায়গা নেই, মৃণাল সেনের ভূমিকায় তিনি অনন্য। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে তিনি অসামান্য অভিনয় করেছেন। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, "ও যদি বয়সে আমার থেকে ছোট না হত, ১০০% বলছি আমি, ওঁর পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতাম। কারণ, মৃণাল জেঠুর ভূমিকায় অভিনয় করাটা নেহাতই সহজ না। আমি গর্বিত আমি একজন এমনকে চিনি। ও ভীষণ ভাল মানুষ। অভিনেতা ভাল হতে গেলে একজন মানুষ হতে হবে।" 

prosenjit chatterjee Entertainment News Entertainment News Today chanchal chowdhury