Prosenjit Chatterjee-Jeet: বাংলার এক অনন্য দিক দেখা গিয়েছে খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার সিরিজে। তাঁর সঙ্গে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, এর আগে যদিও বা সকলের প্রিয় বুম্বা বলেছিলেন যে তিনি তাঁর উত্তরসুরী দেবকেই মনে করেন, কিন্তু এবার প্রকাশ্যে জিতের প্রশংসা করেছেন। বাংলার আরেক সুপারস্টারকে নিয়ে কী বললেন তিনি?
দুই অভিনেতা একসঙ্গে কাজ করেছেন এই সিরিজে। একজন রাজনীতিবিদের ভুমিকায়, অন্যজনকে দেখা গিয়েছে পুলিশের ভুমিকায়। যদিও বা, জিৎকে নিয়ে তাঁকে এর আগে কিছুই বলতে শোনা যায়নি, কিন্তু এবার তিনি মুখ খুলেছেন। চোখের সামনে জিৎকে ইন্ডাস্ট্রিতে আসতে দেখেছেন। তাঁকে বেড়ে উঠতে দেখেছেন। তাই তো বললেন...
"আমি ওকে বড় হতে দেখেছি। ছোট ছোট পা ফেলে ও বড় হয়েছে, সেটা আমি দেখেছি। এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ঘটে। কিন্তু, এখানে রাজ করা খুব সহজ না। আমি ওকে স্যালুট জানাই, যা করছে। অনেকে অনেককিছু অনুভব করে। কেউ কেউ ব্যাক্ল্যাশ ফেস করে। কিন্তু, আমাদের বাংলা ছবির একটা লিগেসি আছে, সেটা অরা বয়ে নিয়ে যাচ্ছে। সেটা খুব পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে।" এর পরই জিতের আরেকটি গুণের কথা বললেন তিনি। এমনিতে, জিৎ খুব চুপচাপ। কিন্তু, স্পষ্টবাদী যে সেকথা তিনি সাফ জানালেন।
বুম্বার কথায়, জিৎ খুব স্পষ্টবক্তা। সেকারণেই অনেকে ওর বিরুদ্ধে অনেকে কথা বলে। ও কয়েকটা দারুণ সিদ্ধান্ত নিতে পারে। এবং সিদ্ধান্ত নেওয়ার পর ও বলে দেয়, যে আমি এটা ভেবেছি। এবং সেই সিদ্ধান্তটা ভুল না। এটা ওর পছন্দ। বেশিরভাগ ক্ষেত্রে আমার সঙ্গে মিলে যায়। আমার কথা বলার ধরণ আলাদা। তারপর, দেখলাম একটা সিদ্ধান্ত নিতে গিয়ে হয়তো কিছু সমস্যা হচ্ছে, বা আমরা ভাবছি এটা করব না। লোকে কিন্তু জিৎকে বলে, যে ও কম্প্রোমাইজ করে না। আমিও সেটা মনে করি। জিৎ কিন্তু কম্প্রোমাইজ করে না কিছুর সঙ্গে।"
বর্ষীয়ান অভিনেতার তরফে এহেন সাধুবাদ শুনে তো আনন্দে আত্মহারা জিৎ। তাঁকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে এও বলেন, আজ আমি যা শুনলাম তাঁর থেকে, এতে জীবন ধন্য।