সিনেমা কিংবা শিল্প-সংস্কৃতি কখনোই কাটাতার মানে না। যে কোনও সৃষ্টি সর্বদাই আন্তর্জাতিক সীমানার উর্দ্ধে। আর এপার বাংলা কিংবা ওপার বাংলার শিল্পীরা একাধিকবার সেই প্রমাণ দিয়েছেন। জয়া আহসান, মোসারেফ করিমদের মতো বাংলাদেশের শিল্পীরা যেমন স্বচ্ছন্দে টলিউডে এসে কাজ করেন, তেমনই বাংলা বিনোদুনিয়ার তারকাদেরও সমান জনপ্রিয়তা ঢালিউড অর্থাৎ ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দিন কয়েক আগেই বাংলাদেশের সিনেমা 'কম্যান্ডো'র শুট শেষ করলেন দেব, এবার সেই একই পথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)।
আজ্ঞে! সূত্র বলছে, 'টলিউডের ফার্স্টম্যান' প্রসেনজিৎ এবার বাংলাদেশের সিনেমার অভিনয় করতে চলেছেন। ছবির নাম 'ব্যাঙ্ক ড্রাফট'। বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সেই প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হয়েছে দেবের 'কম্যান্ডো'। পরিচালকের আসনে শামীম আহমেদ রনি।
প্রসঙ্গত, এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। সেই সুবাদে এপার বাংলার পাশাপাশি বাংলাদেশের সিনেপর্দাতেও তাঁকে দেখা গিয়েছে। তবে এবার একেবারে বাংলাদেশের লোকাল প্রোডাকশনে অভিনয় করতে চলেছেন তিনি। অভিনেতা যদিও এখনই এপ্রসঙ্গে মুখ খুলতে নারাজ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয়তা সুপারস্টার 'বুম্বাদা'র। অতঃপর রূপোলি পর্দায় তাঁর অভিনয় দেখার জন্য ওপার বাংলার সিনেদর্শকরা যে মুখিয়ে থাকবেনই, তা হলফ করে বলাই যায়। প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে। ছবির গল্পও তৈরি। ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন অভিনেতা। এবার সব ঠিকঠাক এগোলে খুব শিগগিরিই শুটিং শুরু হবে।