/indian-express-bangla/media/media_files/2025/02/21/jOmxmQtnFMTBifICPbJ9.jpg)
তিন বছর পর প্রত্যাবর্তন কাকাবাবু প্রসেনজিৎ-র
Prosenjit Chatterjee As Kakababu: সালটা ছিল ২০১৩। ওই বছর বড় পর্দায় মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু ছবি মিশর রহস্য। এরপর ২০১৭ ও ২০২২ সালে যথাক্রমে ইয়েতি অভিযান ও কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমার পর্দায় উপভোগ করে বাংলা ছবির দর্শক। দীর্ঘ তিন বছর পর সিলভার স্ক্রিনে প্রত্যাবর্তন করছেন কাকাবাবু।
এই চরিত্র অপিরবর্তিত থাকলেও বদলে গেল সিনেমার পরিচালক। সৃজিত মুখোপাধ্যায়ের বদলে এবার চন্দ্রাশিষ রায়ের নির্দেশনায় কাজ করবেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে পরিচালক-অভিনেতা জুটিকে দর্শক দেখেছিল 'নিরন্তর' ছবিতে। এবার চন্দ্রাোশিষের নতুন চ্যালেঞ্জ 'কাকাবাবু'।
শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে সিনেমার শুভ মহরৎ-এর আয়োজন করা হয়েছিল। সেখানে ভিডিও কলে সৃজিতের সঙ্গে কথাও বলেন প্রসেনজিৎ। কাকাবাবুর নতুন অভিযানের জন্য পরিচালক বেছে নিয়েছেন 'বিজয়নগরের হিরে'।
প্রসঙ্গত, সুনীল গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় চরিত্র কাকাবাবুকে তিনটি ছবি তৈরি করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তার সফরসঙ্গী ছিলেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'কাকাবাবু'-র সঙ্গে সন্তুর ভূমিকায় আর থাকছেন না আরিয়ান ভৌমিক। তাঁর পরিবর্তে এবার সন্তু অর্ঘ্য বসুরায়।
'দাবাড়ু'-তে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়ে অর্ঘ্য। চন্দ্রাশিষ রায়ের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ভুটু ভাইজান ওরফে ব্রত বন্দ্যোপাধ্যায়। হামি-তে শিশুশিল্পী হিসেবে প্রতিটি দর্শকের দিল জিতে নিয়েছিল।
এছাড়াও রয়েছেন সত্যম ভট্টাচার্য। কাকাবাবুর নতুন জার্নিতে আর কোন চমক রয়েছে তা জানতে ত একটু ধৈর্য ধরতেই হবে। অন্য চরিত্র নির্বাচনের কাজ চলছে। শীঘ্রই কলাকুশলীদের নিয়ে শুটিং শুরু করবেন চন্দ্রাশিষ। লাস্ট বাট নট ইন লিস্ট, নিজে হাতে শুভ মহরৎ-এর পুজোও করেন কাকাববু ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।