scorecardresearch

মুম্বাইয়ে বুম্বা, টলিউড সুপারস্টার সামনে! বিশ্বাসই করতে পারছেন না বলিউড অভিনেত্রী?

টলি অভিনেতাকে দেখে আনন্দে আত্মহারা অভিনেত্রী, সমাজ মাধ্যমে লিখলেন…

prosenjit chatterjee, bumba at mumbai for event
মুম্বাইয়ে বুম্বা!

মুম্বাইয়ে ছবির প্রোমোশনে বুম্বা। তাঁর অনুরাগীদের জন্য নেহাতই এক আনন্দের খবর। মায়ানগরীতে টলিউড অভিনেতাকে দেখে আলাদাই উন্মাদনা সিনে-প্রেমীদের। জুবিলি ছবির কারণেই সেখানে পৌঁছেছিলেন তিনি।

কিন্তু বুম্বাকে সামনে পেয়েই আপ্লুত বলিউড অভিনেত্রী। কে তিনি? যার হাসি ধরছে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে? তিনি পরিচিত হিন্দি টেলিভিশনের অনুপমা নামে। রুপালী গঙ্গোপাধ্যায় এবং বুম্বা একইসঙ্গে হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠানে। তারপর? সেই ছবি শেয়ার করেছেন অভিনেতা নিজেই। রুপালীর সঙ্গে তাঁর ছেলেও রয়েছেন। আর অভিনেত্রী?

অভিনেত্রী নিজেও আপ্লুত বুম্বার সঙ্গে সাক্ষাতের পর। লিখলেন, “বুম্বা দা তুমি আমার প্রিয়। তোমার সঙ্গে দেখা হয়ে যে কী ভাল লাগল, বলে বোঝানো যাবে না। এই সাক্ষাৎ সারাজীবন মনে থাকবে”। দীর্ঘদিন পর মুম্বাইয়ের কোনও অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিত। সেই মঞ্চে হাজির থাকতে পেরে টলিউড অভিনেতা নিজেও আপ্লুত। সকলের সঙ্গেই দেখা হয়েছে তাঁর।

prosenjit chatterjee, bumba at mumbai for event, anupama rupali ganguly, rupali ganguly, anupama star plus, bumba with anupama, bumba with bollywood actress, bollywood news, tollywood ews, bolly world, latest bollywood news

রাজকুমার থেকে পিল্লুমানি, তারকাখচিত সন্ধ্যায় অভিনেতা বক্তব্যও রাখলেন। বললেন, “আমার প্রিয় মানুষদের সঙ্গে দেখা অনেকদিন পর। খুব ভাল লাগল”। উল্লেখ্য, এখন সামনেই অনেক ব্যস্ততা। জুবিলি নিয়ে প্রোমোশন করছেন চুটিয়ে। তেমনই শেষ পাতার ট্রেলার লঞ্চের পর থেকেই বুম্বাকে দেখে বাহ বাহ করছেন নেটজনতা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Prosenjit chatterjee with anupama rupali ganguly at event