Advertisment
Presenting Partner
Desktop GIF

সবে কাজ শুরু করেছেন হিন্দিতে, তাঁর মধ্যেই বিরাট সম্মান পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বুম্বার জীবনে বিরাট পাওয়া, কী বলছেন অভিনেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
prosenjit chatterjee, prosenjit chatterjee news, prosenjit chatterjee awards, prosenjit chatterjee tollywood, prosenjit chatterjee bollywood, prosenjit chatterjeejubilee, টলিউড trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

প্রসেনজিৎ ...

বুম্বাদার জীবনে এক অনন্য সম্মান! এর আগে অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন। তবে, জাতীয় স্তরে তাঁর এই সম্মান গোটা বাংলার কাছে গর্বের। এবছর হিন্দিতে দুটি কাজ করেছেন তিনি। আর সেই কাজের কারণেই পেলেন এক বিরাট সম্মান।

Advertisment

এশিয়ান একাডেমী ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড এর মঞ্চে পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জুবিলীর জন্যই পেলেন এই সম্মান। উচ্ছসিত প্রসেনজিৎ নিজেও। এশিয়ান একাডেমী পুরস্কারের শ্রেষ্ঠ সহ অভিনেতা বিভাগে পুরস্কার পেলেন তিনি। জুবিলিতে তিনি তাঁর অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসা পেয়েছেন। শুধু তাই নয়, জাতীয় স্তরে তাঁর পরিচিতি অনেকটাই বেড়েছে।

publive-image

পুরস্কার পেতেই নিদারুণ খুশি বুম্বা। হাত জোড় করে তিনি সকলের কাছে কৃতজ্ঞতা জানালেন। যদিও তাঁর জীবনে পুরস্কারের কমতি নেই। কিন্তু, হিন্দি ভাষায় কাজ শুরু করেছেন সবেমাত্র। দুটি কন্টেন্ট বলিউডে। তাঁর মধ্যেই এত বড় পাওয়া। এ নিশ্চিন্তে এক বিরাট আনন্দের খবর বাঙালির কাছে।

উল্লেখ্য, সামনেই বাংলায় রিলিজ দশম অবতার। ছবির আগে চুটিয়ে প্রমোশন করছেন তিনি। প্রবীর রায় চৌধুরী নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ চরিত্র। আর এবার, তাঁর সঙ্গেই থাকছেন ইন্সপেক্টর পোদ্দার। সৃজিত এক স্পাই থ্রিলার নিয়েই ফিরছেন। স্টারকাস্ট থাকছে বিরাট। পুজোয় রিলিজ ছবির। আনন্দে আত্মহারা বাংলার সিনে-প্রেমীরা।

tollywood bollywood prosenjit chatterjee Entertainment News
Advertisment