পুজোয় ইন্ডাস্ট্রির ছবি মুক্তি পাবে একথা এখন আর নতুন নয়। এবারেও বড়পর্দা মাত করছে তাঁর নেতাজি বেশ। কিন্তু তাই বলে পুজোয় তিনি কোন আনন্দ করবেন না এটা হয় না। ওই তিনটি দিন তাঁর নিজের। পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসেন তিনি।
কথা প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন তাঁর পুজোর প্ল্যান। তিনি বলেন, "পুজোর তিনটি দিন কোনও নিয়ম মানিনা। বাইরে পুজো দেখতে বেরনো হয়না এখন আর তবে ভোগ খাওয়া বাদ দিইনা। ওটা আমি খাবই।" তাছাড়া আপনারা জানেন, "পুজোর আগেই জন্মদিন পড়ে। সেই দিনটাও সবার সঙ্গে কাটাই।"
আরও পড়ুন, নেতাজীর অন্তর্ধান রহস্য, কিছু বাস্তব, কিছু স্বপ্ন
এবছর 'গুমনামী' মুক্তি পেয়েছে শহরে। ছবি মুক্তি নিয়ে প্রথম থেকেই অনেই ঝক্কি সামলাতে হয়েছে তাঁকে। তবে বক্স অফিস বলছে এবারেও নিরাশ করেননি ইন্ডাস্ট্রি। কিন্তু পুজো তাঁর কাছে এখন ছুটির দিন। বাড়ির জামাকাপড় পরে মাটিতে বসে ভোগ খাওয়ার মজাই আলাদা বারবার বলেছেন তিনি।
তিনি আরও বলেছেন, ''ছোটবেলায় মামাবাড়িতে পুজো হত, সেখানে যেতাম। সে এক আলাদা মজা। বাড়ির ছোটরা নারায়ণ ভোজন করাত। প্যান্ডেল হপিং তো চলতই।” কিন্তু ছুটিতেও বাদ দেননা সিনেমা দেখা। নিয়ম করে কোন পছন্দের পরিচালককে বেছে নেন তিনি। আরও একটা কাজ কিছুতেই এড়িয়ে যাননা তিনি। পুজোতে তাঁর অফিসের কর্মীদের নতুন জামাকাপড় দেন। বাইরে কোথাও গেলে নিজে পছন্দ করে কেনেন সব।