'ঘৃণা না ছড়িয়ে একটু উদার হোন', নেটিজেনদের ট্রোলের চরম জবাব দিলেন প্রসেনজিৎ

Prosenjit Chatterjee: পোস্ট করা ছবির ফ্রেমে টলিউদের বুম্বা দা এবং সন্ত মাদার টেরেজাকে দেখা গিয়েছে। কিন্তু বাদ চলে গিয়েছেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

Prosenjit Chatterjee: পোস্ট করা ছবির ফ্রেমে টলিউদের বুম্বা দা এবং সন্ত মাদার টেরেজাকে দেখা গিয়েছে। কিন্তু বাদ চলে গিয়েছেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

author-image
IE Bangla Web Desk
New Update
Prasenjit, Mother Teresa, Jyoti Basu

ফাইল ছবি।

Prasenjit Chatterjee: মাদার টেরেজার জন্মদিন স্মরণে বহু পুরনো একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। সেই ছবি ঘিরেই বিতর্ক তুঙ্গে। সেদিন পোস্ট করা ছবির ফ্রেমে টলিউদের বুম্বা দা এবং সন্ত টেরেজাকে দেখা গিয়েছে। কিন্তু বাদ চলে গিয়েছেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। নেটিজেনদের অভিযোগ, ‘ইচ্ছাকৃত ভাবে জ্যোতি বসুকে ক্রপ করে ফ্রেম থেকে বাদ দিয়েছেন প্রসেনজিত।‘ ছবি পোস্ট ঘিরে প্রসেনজিতের দিকে রাজনৈতিক রঙ ছুঁড়ে দিয়েছেন অনেকে। এবার সেই সমালছনার জবাব দিলেন বুম্বা দা। তিনি লিখেছেন, ‘আমি সচরাচর সমালোচনা বা ট্রোলিংয়ের জবাব দিই না। কিন্তু…’

Advertisment

দেখুন যে পোস্ট ঘিরে বিতর্ক:

Advertisment

ছবির পুরো ফ্রেমটি শেয়ার করে তিনি লেখেন, ‘আমি সচরাচর সমালোচনা বা ট্রোলিংয়ের জবাব দিই না। কিন্তু এই ছবির সমালোচনার জবাব দেব কারণ ফ্রেমে যারা রয়েছেন প্রত্যেকেই আমার কাছে শ্রদ্ধার পাত্র। প্রথমত এই ছবিটা আমি অন্য একজনের মাধ্যমে বহুদিন আগে পেয়েছি। মাদার টেরেজার জন্মদিনে মনে হয়েছিল, শেয়ার করা উচিত। তাই করেছিলাম।‘

নেটিজেনদের জবাব দিতে করা পোস্ট:

তিনি আরও লিখেছেন, ‘ছবি শেয়ার করেছিলাম মাদার টেরেজাকে শ্রদ্ধা জানাতে। এই ছবি শেয়ারের পিছনে অন্য কোন অভিসন্ধি নেই।  শেষে চলতি ট্রোলের উদ্দেশে বলতে চাই একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি শেয়ার করছি মানেই আমি তাঁর দলের সমর্থক বা সমর্থক নই। তাই আমি অসম্পাদিত ছবিটা (আনক্রপ) এই পোস্টের সঙ্গে এখানে শেয়ার করলাম। যেটা আমার আগের পোস্টের কমেন্ট বক্সে উল্লেখ করা।  পৃথিবী এখন খুব সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই অযথা ঘৃণা না ছড়িয়ে একটু উদার হন।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামেপড়তে থাকুন

prosenjit chatterjee Mother Teresa Facebook Post Jyoti Basu Teresa Birth Anniversary