/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/puja.jpg)
Puja's House on Fire- পুজার বাড়িতে আগুন
ভয়ঙ্কর বিপদে পূজা বন্দোপাধ্যায় ( Puja Banerjee )। ঘটতে পারত বিরাট বিপদ! অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার। ঈশ্বরকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী।
নিজের বাড়িতেই যে বিপদ ঘটতে চলেছে সেটা বুঝতেই পারেনি তিনি। এখন কলকাতার বাড়িতেই আছেন তিনি। গ্যাস পাইপ ফেটে আগুন লেগে যায় বাড়িতে। অল্পের জন্য রক্ষা পেলেন সকলে। অভিনেত্রীর বাড়িতে তখন উপস্থিত ছিলেন সকলেই। রান্নাঘরে, গ্যাস জ্বালাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। নিজের সোশ্যাল মিডিয়ায় লিখলেন সেসব ঘটনা। পূজা লিখলেন..
"আজ অল্পের জন্য রক্ষা পেলাম। রান্নাঘরে আগুন লেগে গিয়েছিল। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এবং পরিবারকে রক্ষা করার জন্য"। পূজার বাড়িতে সেদিন হাজির হয়েছিলেন তাঁর বন্ধু মণীশ পাল ( Maniesh Paul )। তাঁকে আদর যত্ন করতেও দেখা গিয়েছিল। কিন্তু, এখন কেমন আছেন অভিনেত্রী?
আরও পড়ুন - Mimi Chakraborty: ‘আমার বাড়ির চৌহদ্দিতে যেন না দেখি..’, জোরালো হুঁশিয়ারি মিমি চক্রবর্তীর
কী করে আগুন লাগল পুজার বাড়িতে ( Puja's House On fire )?
অভিনেত্রী সংবাদমাধ্যমে জানালেন, গ্যাস পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছিল। প্রথমে বুঝতে পারেননি। তাই, গ্যাস জ্বালাতে গিয়েই বিপত্তি ঘটে। রান্নাঘরে আগুন ধরে যায়। যদিও পরবর্তীতে বাড়িতে যারা ছিলেন তাদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। অভিনেত্রী আরও বলেন, চারপাশে অনেক বৈদ্যুতিন যন্ত্র ছিল। যেগুলি, আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। নইলে আরও বিপদে পড়তে হত।
অভিনেত্রী সিনেমার পর্দায় রুটিনমাফিক না হলেও টলিউড এবং বলিউড দুই পাড়াতেই তাঁকে দেখা যেত। কাজ করেছেন কপিল শর্মার শোয়ে। কাজ করছেন নতুন সিরিজ ক্যাবারেতে।