Advertisment
Presenting Partner
Desktop GIF

Puja Banerjee: তারকা বন্ধুর মৃত্যুর এতবছর পরেও শোকাচ্ছন্ন পূজা, ঘেঁটে বার করলেন পুরনো Whatsapp মেসেজ...

Puja and pratyusha : পুরোনো বন্ধুর শোকে মূহ্যমান পূজা, বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
puja banerjee, pratyusha banerjee, puja pratyusha, puja pratyusha news, puja banerjee tollywood, tollywood today news, tollywood entertainment news

puja Banerjee: বন্ধুকে নিয়ে কী লিখলেন পুজা?

সবাই তো চলে গেল, পূজা একাই রয়ে গেলেন... আজও সেই পুরোনো কথা শেয়ার করলেন বাংলার অভিনেত্রী। কাকে মনে করে এত কথা লিখলেন তিনি?

Advertisment

একে একে হাত ছেড়েছে সমস্ত বন্ধুরা! কেউ অন্য রাস্তা ধরেছেন আবার কেউ আবার জীবন যুদ্ধেই হার মেনেছেন। আজ যেন, বন্ধু প্রত্যুশাকে সবথেকে বেশি মিস করছেন পূজা বন্দোপাধ্যায়। আজকের দিনেও প্রত্যুষা সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন।

আত্মঘাতী হন প্রত্যুষা। সেই মামলা দীর্ঘদিন চলেও লাভ হয়নি। কিন্তু, পূজা আজও বন্ধুর দুঃখে ব্যথিত। ২০১৬ সালের ১লা এপ্রিল তার মৃত্যু হয়। পূজা, বন্ধুর উদ্দেশ্যে ঠিক কী লিখলেন? প্রত্যুষার ছবি শেয়ার করে তিনি লিখলেন...

"আজকের দিনে আমাদের সকলকে বোকা বানিয়ে তুই চলে গিয়েছিলি। তারপর, আস্তে আস্তে সবাই চলে গেল। কিন্তু আমি তোর বন্ধু রয়ে গেলাম। সবসময় তোকে খুব মিস করবো।" ছবির সঙ্গে সঙ্গে পুরনো ওয়াটস অ্যাপের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। যেটি একসময় প্রত্যুষা নিজেই বানিয়েছিলেন। সেই গ্রুপে এখন শুধু পূজাই রয়ে গিয়েছেন।

অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন, বন্ধুত্ব এমনই হতে হয় আবার কেউ বলছেন, এত অল্প বয়সে উনি চলে গেলেন। আবার কারওর কথায়, সিদ্ধার্থ এবং প্রত্যুষা দুই বন্ধু এখন একসঙ্গে রয়েছেন। উল্লেখ্য, এই দুজন বালিকা বধূ ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রত্যুষার অকাল মৃত্যুর পর থেকেই সিদ্ধার্থ তাঁর বাবার এবং পরিবারের খেয়াল রাখতেন। যেদিন, সিদ্ধার্থ মারা যেন ফের যেন সন্তানহারা হলেন প্রত্যুষার বাবা, বলেছিলেন - ছেলেটা আমায় জিজ্ঞেস করত কিছু লাগবে কিনা? আজ সেও চলে গেল।

Puja Banerjee tollywood bollywood pratyusha banerjee Entertainment News
Advertisment