Advertisment
Presenting Partner
Desktop GIF

সলমনকে প্রকাশ্যে ভাই ডেকে বসেন পূজা! রাগের চোটে তারপর ভাইজান যা করলেন…

পূজাকে কী বলেছিলেন সলমন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman khan, puja hegde, kisi ka bhai kisi ki jaan

সলমন-পূজা

তিনি গোটা বলিউডের ভাইজান হলেও সকলের কাছ থেকে ভাই ডাক একেবারেই পছন্দ করেন না। সলমন আগেও জানিয়েছিলেন, শুধু তিনি যাকে বোন এবং ভাই বানাতে চান তাঁর কাছ থেকেই ভাইজান ডাক পছন্দ করেন। কিন্তু তাঁর নামের সঙ্গেই যে জড়িয়ে আছে ভাইজান, এত সহজে অন্যনামে ডাকা সম্ভব? এই একই ভুল করেছিলেন তাঁর হিরোইন পূজা হেগড়েও।

Advertisment

কিসি কা ভাই কিসি কি জান ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আর ভাইজানকে নাকি ভুল করেই ভাই ডেকে ফেলেছিলেন তিনি। দুজনের বয়সের মধ্যে এতটাই ফারাক যে, অভিনেত্রী এবং সলমনের জুটির রসায়ন মোটেই পছন্দ হয়নি সকলের। ইন্ডাস্ট্রিতে তিনি ভাইজান, তাই সৌজন্যবোধের খাতিরেই সলমনকে ভাই ডেকে বসেন পূজা! তারপর? কিভাবে প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি?

আরও পড়ুন < প্রয়াত ইরফানের শেষ ছবি, ‘দ্যা সঙ্গ অফ স্করপিওন’ ছবিতে অনবদ্য অভিনেতা! দেখুন >

সলমনের মোটেই পছন্দ হয়নি এই ডাক। শুধু তাই নয়, তিনি পূজাকে বলেও বসেন যে কোনোভাবেই যেন তিনি ভাইজান বলে না ডাকেন। নাম ধরে ডাকতে বলেন তাকে। কিন্তু বয়সে বড় একজন তারকাকে নাম ধরে ডাকতে পারছিলেন না পূজা। তাই, নিজের মত করেই SK নাম দেন। এই নামেই ডাকতে থাকেন পূজা।

উল্লেখ্য, কিছুদিন ধরেই রটনা এমন যে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সলমন এবং পূজা। যদিও এই খবর একেবারেই ভুয়ো এমনই বলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, আপাতত সিঙ্গেল রয়েছেন। একজন শুধুই কাজের দিকে ফোকাস করতে চান।

salman khan bollywood Entertainment News
Advertisment