ছোট ছোট ক্রাইসিস নিয়েই কথা বলতে চান। তাই একটু সময় নিয়েই পা রেখেছিলেন সিনেমা জগতে। তিনি পরিচালক ইন্দ্রাশিষ আচার্য্য। মুক্তি পেল প্রতিক্ষীত পিউপা ছবির টিজার।
মায়ের মৃত্যুতে দেশে ফিরে আসে ছেলে (রাহুল)। এরইমধ্যে অসুস্থ হয়ে পড়েন বাবা। ছুটি শেষ হয়ে আসছে অথচ কর্তব্য ও খারাপলাগায় আটকে ছেলে। ফিরতে পারছে না বিদেশে। এই টানাপোড়েন নিয়েই ইন্দ্রাশিস আচার্য্যের পরবর্তী ছবি পিউপা। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজার।
Advertisment
ছবিতে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্য়ায়, পিয়ালী মুন্সি ও আরও অনেকে। পরিচালকের কথায় সেন্সরে আটকে থাকার জন্য এতদিন দেরিতে দর্শকের কাছে পৌঁছতে পারলাম। তবে মুম্বই সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিয়েছে তাও আবার বিনা কাটে। শুধুমাত্র দুটি মোডিফিকেশন করতে হবে। কলকাতায় ছবিটি এখনো সেন্সর পায়নি।
তবে ছবিটা মোটেই স্বেচ্ছামৃত্যুর ওপর নয়। ছবিটা খুন না মার্সিকিলিং না স্বেচ্ছামৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যু- গোটা গল্প জুড়ে এই টানাপোড়েনকে ধরে রাখতে চেয়েছেন পরিচালক। আর শেষে যা ঘটবে তা কেন ঘটবে, তার যুক্তিজাল গোটা ছবি জুড়ে বুনে চলেছেন ইন্দ্রাশিস আচার্য্য। পরিচালকের ক্ষোভ, বিলু রাক্ষস তৈরির সময়ে ইন্ডাস্ট্রির সাহায্য তিনি পাননি। তবে পিউপার ক্ষেত্রে তেমনটা হয়নি। অনেকেই পাশে দাঁড়িয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষরা উৎসাহ দিয়েছেন।
মুক্তির আগেই বিলু রাক্ষসের মতনই দেশ-বিদেশ ঘুরে এসেছে এই ছবি। পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও। ঔরঙ্গাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সাউন্ডের পুরস্কার পেয়েছে পিউপা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রে একমাত্র বাংলা সিনেমা পিউপাই কম্পিটিশন বিভাগে ছিল। আগামী ১ জুন মুক্তি পাবে এই ছবি। তবে আগামী ছবি নিয়ে এখনই কথা বলতে নারাজ পরিচালক।