Pushpa 2-Allu Arjun: প্রতিযোগিতার মাঝেও টপে 'পুষ্পা ২', তৃতীয় সপ্তাহের শেষে সর্বেসর্বা আল্লু অর্জুনের ছবি...

Pushpa 2 Box office: তৃতীয় সপ্তাহের শেষেও ডমিনেটিং ওয়ান হিসেবে হলে হলে এই ছবি জায়গা করে নিয়েছে। বাংলাতেও তাঁর ব্যতিক্রম হচ্ছিল না। বিশেষ করে হিন্দি ভার্সনের ক্ষেত্রে ছবিটির সাফল্য এখনও বহাল।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ছক্কা হাঁকাল পুষ্পা ২

Allu Arjun-Pushpa 2: পুষ্পা ২ এর দাপট আজও বহাল

ছবির মধ্যে কম্পিটিশন বাড়ছে। বাড়ছে কনটেন্টের খেলা। কে কত ভাল কন্টেন্ট দর্শককে উপহার দিতে পারছে, সেই নিয়েই এখন আলোচনা তুঙ্গে। অন্তত এই মাসের শুরুতে যে ছবিটি সারা ভারতকে হিলিয়ে রেখে দিয়েছে সেটি হল পুষ্পা ২। এবং এই ছবিটি নিয়ে নানা কথা হচ্ছে।

Advertisment

তৃতীয় সপ্তাহের শেষেও ডমিনেটিং ওয়ান হিসেবে হলে হলে এই ছবি জায়গা করে নিয়েছে। বাংলাতেও তাঁর ব্যতিক্রম হচ্ছিল না। বিশেষ করে হিন্দি ভার্সনের ক্ষেত্রে ছবিটির সাফল্য এখনও বহাল। যেহারে প্রতিদিন এই ছবি ব্যবসা দিচ্ছে মানুষের যে সিনেমার প্রতি নজর বদলেছে সেকথা পরিষ্কার। কত আয় করল এই ছবি তৃতীয় সপ্তাহের শেষে?

কেবল শুক্রবার এই ছবির হিন্দি ভার্সন আয় করেছে, ১২.৫০ কোটি। আর সেইদিকে বিচার করলে দেখা যাবে সবমিলিয়ে সেই টাকা গিয়ে দাঁড়িয়েছে ৬৪৫ কোটি। মানুষ যে এহেন মাস এন্টারটেনের ছবি দিব্যি পছন্দ করেছেন সেকথা পরিষ্কার। অন্যদিকে, বাংলায় এখন বাংলা ছবির জয়জয়কার। দেবের খাদান হোক কিংবা রাজের সন্তান, বাংলা ছবি বেশ ভাল হল এবং শো পেয়েছে।

বিশেষ করে গতকাল থেকে দেবের খাদান যে উত্তেজনা ছড়িয়েছে তাতে হয়তো বা পুষ্পা ক্রেজ কিছুটা হলেও কমতে পারে। কিন্তু ভারত জুড়ে পুষ্পা জ্বর এখনও বহাল। আর তাঁর মাঝে পুষ্পা রাজ আল্লু অর্জুনের গ্রেফতারির পর আরও এই ছবি নিয়ে উন্মাদনা সৃষ্টি হয়। একদিকে যেমন কম্পিটিশন বাড়ছে, কিন্তু বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শের কথায়, সেই জায়গায় পুষ্পা ২ এখনো টপে।

Advertisment

উল্লেখ্য, বাংলা ছবি আবারও ব্যক করছে। পুজো রিলিজ বহুরূপী যেমন, তাক লাগিয়েছে তেমন আরেক বাংলা ছবি খাদান যে বিগেস্ট হিট হতে পারে, সেটাও বলা সম্ভব।

Allu Arjun pushpa