Advertisment
Presenting Partner
Desktop GIF

Pushpa 2: অবশেষে ঝুঁকলেন, পাটনার ভিড় দেখে চমকে উঠলেন আল্লু অর্জুন, ট্রেলার লঞ্চ ঘিরে যা হল....

Pushpa 2 News: অর্জুন এবং তাঁর পুষ্পা ২ টিম চলে গিয়েছিলেন পাটনা, তাঁদের নতুন ছবির ট্রেলার লঞ্চ করতে। শুধু তাই নয়, সেখানে গিয়ে যে এহেন ভালবাসা পাবেন, সেকথা যেন বিশ্বাসই হল না তাঁর।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
allu পুশপা ২

Pushpa 2: পাটনায় ট্রেলার লঞ্চ পুস্পা ২-এর

পুষ্পা ২ - ট্রেলার লঞ্চ নিয়ে আলোচনা তুঙ্গে। অভিনেতা আল্লু অর্জুন, ফর্মে ফিরেছেন। ট্রেলার জুড়ে দেখা যাচ্ছে ভায়োলেন্স এবং অভিনেতা নিজে রয়েছেন বেশ অন্যরকম অবতারে। সঙ্গে শ্রীভাল্লি রশ্মিকা।

Advertisment

অর্জুন এবং তাঁর পুষ্পা ২ টিম চলে গিয়েছিলেন পাটনা, তাঁদের নতুন ছবির ট্রেলার লঞ্চ করতে। শুধু তাই নয়, সেখানে গিয়ে যে এহেন ভালবাসা পাবেন, সেকথা যেন বিশ্বাসই হল না তাঁর। কেন? দক্ষিণী ছবির বিশেষ করে পুষ্পা ২ এর গোটা ভারত জুড়ে যা ক্রেজ, তাতে করে পাটনা থেকে এমন সাড়া পাবেন সেটাই আশা করা যায়। কিন্তু, নিজের এলাকা ছেড়ে বেরিয়ে ভারতের এমন একটি জায়গা থেকে এহেন ভালবাসা তিনি পাবেন, যেন অর্জুনের নিজের কাছেই বিশ্বাসযোগ্য না।

ট্রেলারে দেখা যাচ্ছে, সেই আইকনিক দৃশ্য। 'পুষ্পা ঝুঁকেগা নেহি...' এবং সংলাপে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি গোটা দুনিয়াকে দেখাবো, যখন একজন পুরুষ তাঁর স্ত্রীর কথা শোনে তখন ঠিক কী হয়।’ অভিনেতা গতকাল পাটনা থেকেই একটি পোস্ট শেয়ার করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন...

"পুষ্পা কোনোদিন ঝুঁকবে না। কিন্তু, প্রথমবার আপনাদের ভালবাসার সামনে ঝুঁকতে বাধ্য হল। ধন্যবাদ পাটনা। গান্ধী ময়দানে অনুষ্ঠিত এই ট্রেলার লঞ্চে, যে পরিমাণ লোক হাজির হয়েছিল, অন্ধ্র প্রদেশে নাকি এত লোক থাকতেন না বলেই দাবি করেছেন প্রযোজকরা।

কেন চর্চায় পুষ্পা ২?

অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। কারণ, এর আগে অ্যানিমাল ছবিতে তাঁকে রনবীরকে পায়ের কাছে বসতে দেখা গিয়েছিল। অন্যদিকে, এই ছবিতেও অর্জুনকে তাঁর পায়ের কাছে বসতে দেখা গিয়েছে। কেউ কেউ এই নিয়েও হাসিঠাট্টা করছেন। অন্যদিকে, পুষ্পা ২ ছবির জন্য অর্জুন জাতীয় পুরস্কার পেয়েছেন। তাই এই ছবি নিয়ে এখন অনেকের আশা রয়েছে। আগের বারের থেকেও বেশি কিছু হতে পারে বলে তাঁর অনুরাগীরা দাবি করছেন।

যদিও বা অর্জুন জানিয়েছিলেন, প্রথম থেকেই পুষ্পা ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পাবেন, এমনটাই আশা করেছিলেন। তিনি নাকি পরিচালকের কাছে এমন আরজিই জানিয়েছিলেন। তারপর যেমন কথা তেমন কাজ শুরু।

Allu Arjun’s Srivalli Dance pushpa Rashmika Mandanna Allu Arjun
Advertisment