পুষ্পা ছবির ট্রেলার লঞ্চে পাটনায় গিয়েছিলেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। এই প্রথম কোনো দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবি বিহারের বুকে ট্রেলার লঞ্চ হল। আর সামনে যখন, সুপারস্টার বানি অর্থাৎ অর্জুন, তখন অদ্ভুত কিছু তো হবেই।
বিহারের গান্ধী ময়দানে অনুষ্ঠিত হয় গতকালের অনুষ্ঠান। সেখানে, সামনে অগণিত ভক্ত। এমনকি, কেউ কেউ তো ব্যারিকেড ভেঙে উপরে উঠে যাওয়ার উপক্রম। অভিনেতা এবং শ্রীভাল্লিকে সামনে দেখে যে উন্মাদনা, তা দেখে অর্জুন সমাজ মাধ্যমে লিখেছেন, পুষ্পা কারওর সামনে ঝুঁকবে না কিন্তু, বিহারের ভালবাসায় আমি মুগ্ধ এবং ঝুঁকলাম।।
কিন্তু, বিপত্তি যে ভয়ঙ্কর। কারণ, এই ছবির ট্রেলার লঞ্চের দিন, বিহারে দক্ষিণী অতিথিদের সামনেই যা হল, তাতে চোখ কপালে উঠতে হয়। পুলিশি নিরাপত্তা এবং ভয়ঙ্কর বজ্র আঁটুনি হলেও বিহারের মানুষদের আটকে রাখা সম্ভব না। অর্জুনকে একবার সামনে থেকে দেখতে সেখানে জড়ো হয়েছিলেন লাখে লাখে লোক। উত্তেজিত জনতা একসময়, ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। তারপর শুরু হয় পুলিশের লাঠিচার্জ।
অনুষ্ঠান যখন মধ্য গগনে, তখন গমগম করছে গান্ধী ময়দান। একবার সুপারস্টারকে সামনে থেকে দেখতে যা পরিস্থিতি সৃষ্টি হয়, তাতে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। তাঁদেরকে দেখবেন বলে সাউন্ড টাওয়ারের উপর উঠে পড়ে অনুরাগীরা। আবার কেউ কেউ ব্যারিকেড ভেঙে তারকাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু, সামনে পুলিশি নিরাপত্তা এবং তাঁদেরকে এই কাজে বাঁধা দিতে গেলেই সাধারণ মানুষ জুতো ছুঁড়তে থাকে।
পরিস্থিতি হাতের বাইরে বেরোতেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। তাঁদের সূত্রে খবর, যারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইছিল। তাঁদের ওপরেই লাঠি চার্জ করে পুলিশ। কিন্তু এহেন দৃশ্য দেখে যেন স্তম্ভিত অর্জুন এবং রশ্মি। তাঁরা নেমে যান সেই মঞ্চ থেকে। তারপর আর বেশিক্ষণ সেখানে তাঁরা দাঁড়ান নি।