/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/pushpa.jpg)
বিপদে আল্লুর টিম
ভয়ঙ্কর বিপদে 'পুষ্পা দ্যা রুল' টিমের সদস্যরা। বাস দুর্ঘটনায় আহত আল্লু অর্জুনের টিমের অন্যান্য সদস্যরা। তেলেঙ্গানায় পথ দুর্ঘটনায় পুষ্পা দ্যা রুল টিম। শুটিংয়ের শিডিউল থেকে ফেরার পথেই চরম দুর্ঘটনার কবলে তাঁরা।
কী ঘটেছে আসলে?
অন্ধ্রপ্রদেশে শুটিং শিডিউল ছিল 'পুষ্পা দ্যা রুল' টিমের। সেখান থেকেই তাঁরা ফিরছিলেন বাসে করে। হায়দ্রাবাদ - বিজয়ওয়ারা এলাকায় একটি বাস 'পুষ্পা' টিমের বাসকে ধাক্কা মারে। ঘটনায় আহত হয়েছেন দুইজন। এবং বাকি শিল্পীদের জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। ছবির সঙ্গে অন্যান্য শিল্পীরা এই বাসে থাকলেও আল্লু অর্জুন ছিলেন না বলেই খবর।
আরও পড়ুন < মহাকাল-দর্শনে সইফ-কন্যা সারা, পুজোর ছবি দেখেই তোপ মৌলবাদীদের >
যদিও, এই দুর্ঘটনা সংক্রান্ত কোনও বিবৃতি প্রযোজক সংস্থার তরফে দেওয়া হয়নি। তবে, যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে টিমের বাসটিকে দুমড়ে মুচড়ে যেতে দেখা গিয়েছে। 'পুষ্পা ২' নিয়ে বেজায় উত্তেজিত সিনে দর্শকরা। ২০২১ সালে এর প্রথমভাগ বিরাট অঙ্কের লাভ করে। দক্ষিণের অন্যতম ছবি হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেয়।
গতবছর থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছে। এবং এইবছর শুরুর দিকেই প্রকাশ্যে এসেছে আল্লূ অর্জুনের পোস্টার। লেবু লঙ্কা, লাল সবুজে ভর্তি আল্লু অর্জুনের পোস্টার দেখে চমকে গিয়েছিলেন বেশিরভাগই। যদিও, প্রথমে গুঞ্জন উঠেছিল বাংলার বুকে হতে পারে শুটিং। তবে, এখন সেসব অতীত, দক্ষিণের নানা জায়গায় শুটিং করবেন টিম।