/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/arryan-759.jpg)
আরিয়ন ভৌমিক। ফোটো- আরিয়নের ইনস্টাগ্রাম
করোনার প্রার্দুভাবে ঘরবন্দি প্রত্যেকে নিজের মতো করে কিছু না কিছু সৃজনশীল কাজ করার চেষ্টা করছেন। কখনও ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখছেন, বই পড়ছেন, ছবি আঁকার হাতটা ঝালিয়ে নিচ্ছেন। কিন্তু শঙ্কু নেমে পরলেন পরিচালনার কাজে। বানিয়ে ফেললেন ছয় মিনিটের স্বল্প দৈর্ঘ্যের ছবি 'লকডাউন'।
এমনটাও বলা যায়, লকডাউন-এর মাধ্যমেই পরিচালনায় হাতেঘড়ি হল তাঁর। ছবিতে 'লকডাউন'-কে রূপকের মতো ব্যবহার করেছেন আরিয়ন। কাকাবাবু প্রত্যাবর্তন-এর শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় সৃজিত মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন আরিয়নও।
আরও পড়ুন, ঘরবন্দি হয়েই একসঙ্গে সিনেমা দেখছে গোটা পাড়া! বুদ্ধি খাটালেন আইরিশ যুবক
এর মধ্যেই করোনার থাবায় ভারতে ফিরে আসার নির্দেশ পায় পুরো টিম। বিদেশ থেকে আসায় ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল তাঁকে। তখনই তৈরি করেছেন এই ছবি।
https://t.co/DoGQ5jMK6W#LOCKDOWN is my first completely SELF MADE short film while I put myself in room quarantine. I hope everyone will enjoy watching it as much as I did while making it.
P.S. It was actually shot on the last day of my room quarantine period.
#stayhome— aryannbhowmik@gmail.com (@AryannBhowmik)
https://t.co/DoGQ5jMK6W#LOCKDOWN is my first completely SELF MADE short film while I put myself in room quarantine. I hope everyone will enjoy watching it as much as I did while making it.
P.S. It was actually shot on the last day of my room quarantine period.
#stayhome— aryannbhowmik@gmail.com (@AryannBhowmik) April 7, 2020
7, 2020
আরও পড়ুন, সেলিনার কামব্যাক, শ্রী-র ডেবিউ! নববর্ষে জিফাইভ-এ আসছে রাম কমলের ছবি
স্বভাবতই নিজের প্রথম শর্টফিল্ম সম্পূর্ণ একা তৈরি করতে পেরে খুশি অভিনেতা। নিজের মোবাইল ক্যামেরায় শুট করেছেন তিনি। লকডাউন তৈরির সময় মাথায় রেখেছিলেন কোনওভাবেই ছবিটা যেন একঘেয়ে না হয়ে যায়। ছবি এডিট করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের খেয়াল রেখেছে।
ইউটিউবে ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এই ছবি। অমিতাভ বচ্চনকেও তাঁর ছবিটি দেখার জন্য আমন্ত্রন জানিয়েছে। টলিউডেরও অনেকে প্রশংসা করেছে লকডাউন-এর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন