Advertisment
Presenting Partner
Desktop GIF

আরডি বর্মণের সুরে সেরা দশ বাংলা গান

রহুল দেব বর্মণের সেরা দশ বাংলা গানের তালিকা তৈরি করা কিন্তু বেশ কঠিন কাজ। অনেক পছন্দের সঙ্গেই একটু আলাদা হতে পারে। তবু প্রয়াত শিল্পীর ৮১ তম জন্মজয়ন্তীতে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে রইল তাঁর সেরা বাংলা গানের তালিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Music Director RD Burman. Express archive photo

রাহুল দেব বর্মন, পঞ্চাশের দশকে বলিউড মিউজিকের পুরোধার জন্ম ১৯৩৯ সালে। সুরের সম্রাট শচীন দেব বর্মন এবং মীরা দেব বর্মনের হাত ধরেই সঙ্গীতের শিক্ষা শুরু আর ডির। পরে উস্তাদ আলি আকরব খাঁ ও আশিষ খানের যোগ্য শিষ্য ছিলেন তিনি। অসংখ্য বাংলা, হিন্দি ছবির গানের সুরকার ছিলেন তিনি।

Advertisment

আরডি-র হিন্দি গানের ম্যাজিক নিয়েই আলোচনা বেশি, তবে বাংলা গানেও কিন্তু রেখেছিলেন নিজের প্রতিভার ছাপ।

রহুল দেব বর্মণের সেরা দশ বাংলা গানের তালিকা তৈরি করা কিন্তু বেশ কঠিন কাজ। অনেক পছন্দের সঙ্গেই একটু আলাদা হতে পারে। তবু প্রয়াত শিল্পীর ৮১ তম জন্মজয়ন্তীতে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে রইল তাঁর সেরা বাংলা গানের তালিকা।

যেতে যেতে পথে হল দেরি

গায়ক- রাহুল দেব বর্মণ

কথা- গৌরীপ্রসন্ন মজুমদার

মনে পড়ে রুবি রায়

গায়ক- রাহুল দেব বর্মণ

কথা- শচীন ভৌমিক

আমার মালতীলতা

গায়কঃ লতা মঙ্গেসকর

কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়

এ কী হলো

গায়কঃ কিশোর কুমার

ছবিঃ রাজকুমারী

তোমাতে আমাতে দেখা হয়েছিল

গায়কঃ রাহুল দেব বর্মণ 

কথাঃ শচীন ভৌমিক


আর ডি বর্মনের আরও একটি নাম পঞ্চমদা। হিন্দি চলচ্চিত্র জগৎ তাঁকে এই নামেও ডাকত। তবে নামটি দিয়েছিলেন অভিনেতা অশোক কুমার।

ফিরে এসো অনুরাধা

গায়কঃ রাহুল দেব বর্মণ 

কথাঃ শচীন ভৌমিক

হায় রে পোড়া বাঁশি

গায়কঃ লতা মঙ্গেসকর

কথাঃ 

সে তো এলনা

গায়কঃ কিশোর কুমার

কথাঃ মুকুল দত্ত

বন্ধ দ্বারের অন্ধকারে

গায়কঃ আশা ভোসলে, কিশোর কুমার

ছবিঃ রাজকুমারি

বলো কী আছে গো

গায়কঃ রাহুল দেব বর্মণ

কথাঃ শচীন ভৌমিক

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Music bollywoood music
Advertisment