ক্রাইম থ্রিলার! শব্দটার সঙ্গে ভালই পরিচিত বাঙালি দর্শক। কিন্তু সে অর্থে বাংলা ছবিতে জমজমাট ক্রাইম থ্রিলারের সংখ্যা কম। এবার সেই ছবির তালিকাতেই নয়া সংযোজন 'রাইফেল'। তবে এ ছবি উৎপল দত্তের নাটক 'রাইফেল'-এর সঙ্গে কোনভাবেই যুক্ত নয়। আসলে পরিচালক রাজর্ষি দে-র নামটার প্রতি ভালবাসা রয়েছে। একথা পরিচালকও নিজে স্বীকার করেছেন।
তবে এ ছবির চিত্রনাট্য এগিয়েছে বেআইনি অস্ত্র পাচারকে কেন্দ্র করে। রাজর্ষির কথায়, ''এই বেআইনি অস্ত্র পাচার শুধুমাত্র যে বর্ডার অঞ্চলে হয় তা নয়, রাজ্যের মধ্যেও এটা ধীরে ধীরে বিরাট আকার নিচ্ছে। অথচ মিডিয়া এব্যাপারে কোনও কথা বলছে না। সরকারও খুব একটা মাথা দিচ্ছে না। এদিকে দেশের বিরুদ্ধে সমস্ত বড় অভ্যন্তরীন ঘটনা প্রবাহের সঙ্গে যুক্ত অস্ত্র কারবার। এই নিয়েই অনেকদিন গবেষণা করার পর এ বিষয়টি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিই।''
আরও পড়ুন, অভিজিৎ-সুদেষ্ণার ছবিতে অর্জুন-সৌরসেনী
'রাইফেল'-এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। ছবিতে আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। অর্পিতা বললেন, ''শুধু মাত্র দেশরক্ষা করছে এমন একটা চরিত্র নয়, পাশাপাশি এই মহিলার একটি পরিবার রয়েছে, সন্তান রয়েছে। তারপরেও সে এই কাজটা করতে চায়। এই দুটো শেড রয়েছে সেকারণেই চরিত্রটা আমার পছন্দ হয়েছে।'' তবে পুলিশের ভূমিকায় অভিনয় করতে গিয়ে বেশ কসরত করেছেন অভিনেত্রী। মহিলা পুলিশদের খুঁটিয়ে দেখার চেষ্টা করেছেন সঙ্গে ফোর্স কমব্যাটের ট্রেনিংও নিয়েছেন অল্প সময়ের পরিসরে।
তবে ছবিতে রহস্যে ঢাকা পূজারিণীর চরিত্র। যদি সে বিষয়ে বিশেষ কিছুই বলতে চাইলেন না নায়িকা। পূজারিণী জানালেন, ''এরকম চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। সে কারণেই উত্তেজনাটা একটু বেশি। চরিত্র সম্পর্কে এখনই বেশি কিছু বলতে পারব না। তবে হ্যাঁ, ছবির প্রয়োজনে বাইক চালানো শিখতে গিয়ে পড়ে গিয়েছি। হাত-পা কেটে একাকার কাণ্ড।''
আরও পড়ুন, দেব বনাম জিৎ, বক্সঅফিসে ফের ঠান্ডা লড়াই
এ ছবির একটি দ্বিতীয় অধ্যায়ও রয়েছে। মহিলা ক্রিকেট দল বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে গিয়ে কীভাবে এই আর্মস র্যাকেটে জড়িয়ে পরে সেটাও রয়েছে এই ছবিতে। মঙ্গলবার থেকে শুরু হবে 'রাইফেল'এর শুটিং। তার আগে প্রস্তুতির তোড়জোড় টিম 'রাইফেল'-এর।