Advertisment
Presenting Partner
Desktop GIF

'সম্প্রীতির সুর', জনপ্রিয় পাকিস্তানি সিরিয়ালে বাজল রবীন্দ্রসংগীত, উত্তাল সোশ্যাল মিডিয়া

কোন ধারাবাহিকের দৃশ্যে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানের দৃশ্য? দেখে নিন সেই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan tele series, Rabindranath Tagore

পাকিস্তানি টেলিভিশনের ধারাবাহিকে বেজে উঠল রবীন্দ্রসংগীত। শুধু তাই নয়, সংশ্লিষ্ট জনপ্রিয় ওই ধারাবাহিকে নায়িকার কণ্ঠে কী ঝরেঝরে ভাবে শোনা গেল বাঙালি শব্দরাজি, দেখে হতবাক হতে হয়। আর ধারাবাহিকের সেই অংশের ভিডিও-ই এখন নেটদুনিয়ায় ভাইরাল। শিল্প, সৃষ্টি কখনও কাঁটাতার বেড়াজাল মানে না। শিল্পীর গ্রহণযোগ্যতাও তেমনি। দু'দুটো স্বাধীন দেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। তাঁর সৃষ্টি আজও সমান প্রাসঙ্গিক, বিশ্ব দরবারে যিনি কিনা ভারতকে পৌঁছে দিয়েছিলেন এক অন্য মাত্রায়। আর আজ তারই লেখা গান ব্যবহৃত হচ্ছে পাকিস্তানের ধারাবাহিকে। এমন সৌজন্যের নজির দেখে প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ থেকে বিনোদুনিয়ার তারকারাও।

Advertisment

দেশে দেশে যুদ্ধ। ধর্ম ভেদাভেদ, হানাহানি। রাজনৈতিক প্রতিহিংসা, এসবের উর্দ্ধে গিয়েও শিল্পীর সৃজনশৈলী। আরও একবার তা প্রমাণিত। রবি ঠাকুরের আবেগ যে শুধু বাঙালি মননে নয়, প্রতিবেশী দেশগুলিও সমানভাবে আগলে রেখেছে, তা আবারও প্রমাণিত। তাই তো, তাঁদের জনপ্রিয় ধারাবাহিকে বেজে ওঠে বাংলা গান। ভারতমাতার মহান সন্তান রবি ঠাকুরের জনপ্রিয় গান।

<আরও পড়ুন: ত্রাণ দিতে গিয়ে নিহত যুবক, সর্বহারা পরিবারের পাশে মন্ত্রী ‘সাধন-কন্যা শ্রেয়া’, নিলেন ২ সন্তানের দায়িত্বও>

কোন ধারাবাহিকের দৃশ্যে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানের দৃশ্য? খোঁজ নিয়ে দেখা গেল সিরিজ দিল ক্যায়া করে নামক এক পাকিস্তানি টেলিভিশন সিরিজে রবি ঠাকুরের আমার পরাণ যাহা চায় গানটি ব্যবহার করা হয়েছে। সিরিয়ালের দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ফিরোজ খান এবং ইয়ুমনা জায়দি। মেহেরিন জব্বর পরিচালিত ‘দিল ক্যায়া করে’ (Dil Kiya Karay) সিরিয়ালের জন্য ‘আমার পরাণ যাহা চায়’ গানটি গেয়েছেন শর্বরী দেশপাণ্ডে। আর তা নিয়েই উন্মত্ত নেটজনতারা।

দেখে নিন সেই সিরিয়ালের অংশ-

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla

pakistan Rabindranath Tagore Pakistan series Bengali Song
Advertisment