Advertisment
Presenting Partner
Desktop GIF

Race 3 Box Office Collection Day 2: প্রথম সপ্তাহেই একশো কোটি?

Race 3 Box Office Collection Day 2: ঈদের দিন ৩৮.১৪ কোটি টাকা ব্যবসা করেছে রেস ফ্র্যঞ্চাইজির এ ছবি। দু’দিন মিলিয়ে এ ছবি আয় করেছে ৬৭.৩১ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
race 3, race 3 box office collection, রেস ৩, রেস ৩ বক্স অফিস কালেকশন দ্বিতীয় দিন

Race 3 box office collection day 2: প্রথম সপ্তাহেই ১০০ কোটি ছুঁতে পারে রেস ৩।

Race 3 box office collection day 2: বলিউডের বক্স অফিসে যে গতিতে ‘রেস’ তুলেছেন সল্লুভাই, তাতে সব রেকর্ডই বোধহয় চুরমার হতে চলেছে। নাম তাঁর সলমন খান, তিনি একাই একশো। গল্পের গরু গাছে উঠুক কি দামি দামি গাড়ির ছাদে চড়ুক, কিস্যু আসে যায় না। তাঁর সুঠাম চেহারা, বাচনভঙ্গি, কেতাদুরস্ত সংলাপ, আর স্টাইল...হাততালি, সিটি পাওয়ার পক্ষে যথেষ্ট। আর সেকারণেই তো কখনও সখনও ছবিকেও ছাপিয়ে যান সলমন খান। হালফিলে যার জ্বলন্ত উদাহরণ 'রেস ৩'। ইতিমধ্যেই ছবি দেখে বহু সলমন অনুরাগী থেকে ফিল্ম সমালোচক, সকলেই মুখ বেঁকিয়েছেন। সল্লুভাইয়ের এ ছবির আগে দিব্যি বসানো হচ্ছে 'বকওয়াস' শব্দটি। কিন্তু তাতে সল্লুভাইয়ের কী আর এলো গেল!

Advertisment

ছবি যাই হোক, সলমনের ঈদ উপহার নিয়ে খুশি হল মালিকরা। প্রথম দিন ২৯.১৭ কোটি টাকার ব্যবসা করে ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে 'রেস ৩'। এবার দ্বিতীয় দিনে টাকার অঙ্কটা বাড়ল বৈ কমল না। ঈদের দিন ৩৮.১৪ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। দু’দিন মিলিয়ে আয় ৬৭.৩১ কোটি টাকা।

'রেস ৩'-র হাত ধরে প্রথম সপ্তাহেই যে সলমন খান, জ্যাকলিন ফার্নান্ডেজরা একশো কোটির ঘরে নাম লেখাতে চলেছেন, তা আন্দাজ করাই যায়। টুইটারে খানিকটা সেরকমই ইঙ্গিতই দিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। অন্যদিকে 'রেস ৩'-র চক্করে পড়ে খানিকটা বেকায়দায় 'বীরে দি ওয়েডিং' এবং 'পরমাণু'-র মতো ছবি।

আরও পড়ুন: Race 3 Movie Review: জমল না সলমনের বহু প্রতীক্ষিত ঈদের ছবি

'রেস' ফ্র্যাঞ্চাইজের মতো অ্যাকশন থ্রিলার বরাবরই চেটেপুটে উপভোগ করেছে বলিউড। তবে এবার রেসের তিন নম্বর কিস্তি ঘিরে বেশি উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে, কারণটা একটাই - সলমন খান। এই প্রথমবার 'রেস'-এর মতো সুপারহিট ফ্র্যাঞ্চাইজে সল্লুভাইকে দেখার উত্তেজনা আকাশচুম্বি ছিল। 'কিক'-এর পর এ ছবিতে সলমনের সঙ্গে ফের দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। অন্য চরিত্রে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, ডেজি শাহের মতো তারকারা। শেষ পর্যন্ত বলিউডের ভাইজানের এ ছবি আর কী নতুন রেকর্ড করে, সেদিকেই তাকিয়ে বক্স অফিস।

salman khan race 3 salman khan race 3 bollywood movie
Advertisment