Advertisment

এবারও ঈদে সল্লুভাই; মুক্তি পেল রেস থ্রি ছবির ট্রেলার

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Salman Khan Race 3 Box Office Collection Prediction: মুক্তির আগেই ত্রিশ কোটি হলো পাখির চোখ

আজ ১৫ তারিখ মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি রেস থ্রির ট্রেলার। এই প্রথমবার রেস ফ্র্যাঞ্চাইজির ছবিতে দেখা যাবে সল্লুভাইকে । আর তাই রেস থ্রি ছবিটি ঘিরে বলিপাড়ায় উন্মাদনা তুঙ্গে।

Advertisment

কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের সোনমার্গ হিল স্টেশনে ২দিনের শুটিং সেরে এসেছেন সলমন খান। কিক ছবির পর আবার এই ছবিতেও সলমন খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জ্যাকলিনকে। রেসের বাকি আগের সিক্যুয়াল ছবিটির মত অনিল কাপুরকে দেখা যাবে একই ভুমিকায়। এছাড়া ববি দেওলকেও অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। ট্রেলার রিলিজ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় কাউন্ট ডাউন করা শুরু করেছিলেন স্বয়ং ভাইজান। এই ছবির পরিচালক রেমো ডিসুজা।

15, 2018

এই ছবিতে সালমান খানকে দেখা যাবে স্বার্থপর ও নিঃস্বার্থ সিকন্দরের চরিত্রে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং হয়েছে আবু ধাবি,কাশ্মীর ও লে লাদাকে। এই ছবিটি এবছর ঈদে শুধু থ্রিডিতে নয় দেখা যাবে টুডিতে। আজকে বলিউডে ক্লোজ ডোর থ্রিডিতে স্ক্রিনিং করা হবে ট্রেলারটির।

14, 2018

25, 2018

19, 2018

21, 2018

20, 2018

22, 2018

salman khan race 3 Jacqueline Fernandez
Advertisment