Salman Khan Race 3 Box Office Collection Prediction: মুক্তির আগেই ত্রিশ কোটি হলো পাখির চোখ
আজ ১৫ তারিখ মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি রেস থ্রির ট্রেলার। এই প্রথমবার রেস ফ্র্যাঞ্চাইজির ছবিতে দেখা যাবে সল্লুভাইকে । আর তাই রেস থ্রি ছবিটি ঘিরে বলিপাড়ায় উন্মাদনা তুঙ্গে।
Advertisment
কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের সোনমার্গ হিল স্টেশনে ২দিনের শুটিং সেরে এসেছেন সলমন খান। কিক ছবির পর আবার এই ছবিতেও সলমন খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জ্যাকলিনকে। রেসের বাকি আগের সিক্যুয়াল ছবিটির মত অনিল কাপুরকে দেখা যাবে একই ভুমিকায়। এছাড়া ববি দেওলকেও অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। ট্রেলার রিলিজ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় কাউন্ট ডাউন করা শুরু করেছিলেন স্বয়ং ভাইজান। এই ছবির পরিচালক রেমো ডিসুজা।
এই ছবিতে সালমান খানকে দেখা যাবে স্বার্থপর ও নিঃস্বার্থ সিকন্দরের চরিত্রে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং হয়েছে আবু ধাবি,কাশ্মীর ও লে লাদাকে। এই ছবিটি এবছর ঈদে শুধু থ্রিডিতে নয় দেখা যাবে টুডিতে। আজকে বলিউডে ক্লোজ ডোর থ্রিডিতে স্ক্রিনিং করা হবে ট্রেলারটির।
#BreakingNews: Salman Khan, Ramesh Taurani and Remo D’souza are ensuring a larger-than-life experience this time... #Race3 in 3D... Yes, the film will be released in 3D as well as 2D this Eid... In fact, the trailer of the film will be screened in 3D tomorrow in Mumbai.
— taran adarsh (@taran_adarsh)
#BreakingNews: Salman Khan, Ramesh Taurani and Remo D’souza are ensuring a larger-than-life experience this time... #Race3 in 3D... Yes, the film will be released in 3D as well as 2D this Eid... In fact, the trailer of the film will be screened in 3D tomorrow in Mumbai.