/indian-express-bangla/media/media_files/2025/01/26/HWyA20RMA58GaoHzclcN.jpg)
rachana banerjee- কী বলছেন অভিনেত্রী? Photograph: (Instagram)
তিনি গতবছর লোকসভা ইলেকশনের নব-নির্মিত সাংসদ। হুগলী লোকসভা কেন্দ্রে লকেট-কে হারিয়ে মসনদে বসেন। ২০২৪ থেকেই তিনি এমপি-র দায়িত্ব পালন করে আসছেন। তারপর নানা কথা-কটুক্তি তাঁকে শুনতে হয়েছে। কিছু মন্তব্যের কারণে তিনি সমালোচনার শিকার পর্যন্ত হয়েছেন। তবে, তাতে কী? রচনা উত্তর দিতে কোনওদিন পছন্দ করেন না। বরং, তিনি কাজে করে দেখাতে ভালবাসেন। মাঝেমধ্যেই হুগলীর নানা এলাকায় তিনি চলে যাচ্ছেন শুধু স্থান পরিদর্শন করতে।
কিন্তু তাঁর প্রথম পরিচয় কিন্তু রাজনীতিবিদ না। তিনি আসলে শুরু থেকেই এক অভিনেত্রী। বাংলা ছাড়াও ওড়িয়া এবং দক্ষিণী ছবিতে নানা কাজ করেছেন তিনি। সেখানে বেশ জনপ্রিয় হয়েছেন নিজের মতো করে। তাই এক পডকাস্টে গিয়ে তিনি সাফ বললেন, শুধু যে বাংলার অভিনেত্রী তিনি এই তথ্যে একটু ভুল আছে। এবং সঙ্গে এই কথাও জানালেন কবে কলকাতা ছেড়ে গিয়েছিলেন তিনি।
Srabanti Chatterjee: বাড়িতে তুমুল অশান্তি, হাসিমুখে হিরোর সঙ্গে রোমান্স করতে বাধ্য হন শ্রাবন্তি?
রচনা বন্দ্যোপাধ্যায়ের কি কোনও প্রতিদ্বন্দ্বী ছিল এই বাংলা ইন্ডাস্ট্রিতে? অভিনেত্রী সোজাসুজি কী জানালেন? তাঁকে বলতে শোনা গেল, "আমি কেবল যে বাংলা ছবির নায়িকা সেটা কিন্তু না। বাংলা ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমি অনেক আগেই চলে গিয়েছিলাম দক্ষিণ ইন্ডাস্ট্রিতে। আমায় যদি শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা বলা হয়, সেটা কিন্তু আমি না।" কিন্তু, যদি শুধু বাংলায় কাজ করতেন, তাহলে?
ওড়িয়া ভাষায় তিনি যা ছবি করেছেন, সেসব আজও সেখানকার দর্শকদের অন্তরের খুব কাছের। তবে শুধু বাংলায় কাজ করলে, তাঁর মনে যে কী ধরণের উপলব্ধি হত সেকথাই জানালেন তিনি। রচনা-কে বলতে শোনা গেল...
Dharmendra: গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি?
"আমি যদি শুধু বাংলায় কাজ করতাম, তাহলে কিন্তু অন্যরকম একটা পরিবেশ হত। তখন হয়তো আমার মনে হত যে আমার প্রতিদ্বন্দ্বী ঋতুপর্ণা। কারণ তখন ও আর আমি ছাড়া আর কেউই কাজ করত না বাংলা ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমি যেহেতু চলে গিয়েছিলাম, ৯৬ সালের দোরগোড়ায়, তাই এটা আমার মনে হয়নি।" প্রসঙ্গে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে তিনি নানা কাজ করেছেন। সেই জুটি ছিল দারুণ জনপ্রিয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us